ছিনতাইকারী থেকে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান

আগের সংবাদ

বিশুদ্ধ পানি ছাড়াই স্বাস্থ্যসেবা! : উপকূলীয় হাসপাতালগুলোতে বিশুদ্ধ পানির সংকট, দেশের ২১ শতাংশ হাসপাতালে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা

পরের সংবাদ

ছক কষে অনুশীলনে জামাল ভূঁইয়ারা

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সিলেট জেলা স্টেডিয়ামে আগামী ২৫ ও ২৮ মার্চ সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯৯তম স্থানে অবস্থান করা দলটির বিপক্ষে জয় পেতে বাংলাদেশের ফুটবলাররা ভিডিও সেশনে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা দেখে ছক কষে অনুশীলন করছেন বলে জানান দলের সহকারী কোচ হাসান আল মামুন।
বাংলাদেশ সর্বশেষ সিশেলসের মুখোমুখি হয় মাদিন্দা রাজাপাক্সে টুর্নামেন্টে ২০২১ সালে। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল। এবার দলটিকে হারানোর আশাবাদ শোনা যাচ্ছে খেলোয়াড়দের মুখেও। গণমাধ্যমকে হাসান আল মামুন জানান, ‘সিলেটে বৃষ্টি হচ্ছে, এ কারণে আমরা বিকেএসপির অ্যাস্ট্রো টার্ফে অনুশীলন করছি। ভিডিও সেশন হয়েছে, সেখানে সিশেলসের শক্তি, দুর্বলতা খুঁজে বের করে কাজ করা হয়েছে। যে বিল্ড-আপ গেম আমরা খেলতে চাই, কাজ হয়েছে সেটা নিয়েও।’
তিনি যোগ করেন, ‘গোলের জন্য আমরা শুধু আক্রমণভাগের খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকতে চাই না। প্রধান কোচ হাভিয়ের কাবরেরার চাওয়া বিল্ড-আপ গেম খেলা, সেখানে যে কেউ গোল করতে পারে। সৌদি আরবের দুই প্রীতি ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এবং মিডফিল্ডার সোহেল রানা গোল করেছিল। সিশেলস ম্যাচেও গোলের চাওয়া থাকবে সবার কাছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়