ছিনতাইকারী থেকে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান

আগের সংবাদ

বিশুদ্ধ পানি ছাড়াই স্বাস্থ্যসেবা! : উপকূলীয় হাসপাতালগুলোতে বিশুদ্ধ পানির সংকট, দেশের ২১ শতাংশ হাসপাতালে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা

পরের সংবাদ

ক্যাম্প কমান্ডারদের সতর্ক করলেন ডিজি : র‌্যাবে পদক পেলেন ৮৫ জন, পুরস্কৃত হয়েছে কুকুরও

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, কমান্ডিং কর্মকর্তারা (সিও) সাধারণ মানুষের কথা শুনলেও অনেক ক্যাম্পের কমান্ডাররা অসহায় সাধারণ মানুষের কথা ঠিকমতো শোনেন না- এমন অভিযোগ পাচ্ছি। পুনরায় এমন অভিযোগ শুনতে চাই না। র‌্যাবে কর্মরত অবস্থায় যারা শহীদ হয়েছেন বা সাধারণ মানুষ যারা র‌্যাবের সহায়তা চাইতে যাবেন, তাদের সঙ্গে অবশ্যই ক্যাম্প কমান্ডাররা কথা বলবেন। তাদের সহায়তা করবেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা র‌্যাব সদর দপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আয়োজিত র‌্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র?্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র?্যাব মহাপরিচালকের দরবারে এসব নির্দেশনা দেন তিনি।
র‌্যাব সদস্যদের উদ্দেশে ডিজি বলেন, আপনারা এদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন। তাই সাধারণ মানুষকে সার্ভিস দিতে হবে। প্রয়োজনে ক্যাম্প কমান্ডাররা সাধারণ মানুষের সঙ্গে কথা বা দেখা করার সময় বেঁধে দেবেন। এ সময় অবশ্যই ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। এটা সিওর নিশ্চিত করবেন। আমরা শাসক না, সেবক হতে চাই।
এদিকে আভিযানিক বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‌্যাব মহাপরিচালক পদক পেয়েছেন বাহিনীর ৮৫ জন সদস্য। এছাড়া এবারই প্রথম ডগ স্কোয়াডের কোনো কুকুরকে পদক দেয়া হয়েছে। এবার সাহসিকতায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৩৫ জন। আর সেবায় বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ৫০ র‌্যাব সদস্য।
জানা গেছে, গত ৭ মার্চ রাজধানীর সিদ্দিকবাজারে একটি

ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উদ্ধার কার্যক্রমে র‌্যাব সদস্যদের পাশাপাশি র‌্যাব ডগ স্কোয়াডের তিনটি টিম সক্রিয়ভাবে অংশ নেয়। সেখানে উদ্ধারকাজে সৈনিক (ড্রেসার) সজিব মিয়ার নেতৃত্বে ডগ চিতা তিন ব্যক্তির মৃতদেহের অবস্থান শনাক্ত করে। এই কাজের স্বীকৃতিস্বরূপ চিতাকে র‌্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা (বীরত্বপূর্ণ) পদকে ভূষিত করেছেন। বাংলাদেশে জন্ম নেয়া ল্যাবরেডর জাতের কুকুর চিতার বয়স তিন বছর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়