ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট উদ্বোধন

আগের সংবাদ

ভোরের কাগজ, এনজিও ফোরাম ও বাউইনের সেমিনারে বক্তারা : এসডিজি ৬ অর্জনে কার্যক্রম বেগবান করার তাগিদ

পরের সংবাদ

১০০ কোটির ক্লাবে শ্রদ্ধা

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : দিল্লির ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে মিকি বিদেশে বন্ধুর ব্যাচেলার পার্টিতে তিন্নির সঙ্গে আলাপ তার। তিন্নি করপোরেট জগতে কর্মরত, ভীষণরকম স্বাধীনচেতা মেয়ে। চেনা পরিচিত বলিউডি ফর্মুলায় প্রেমে পড়বে তারা। কিন্তু সেই প্রেম কি পূর্ণতা পাবে? তা জানতে হলে দেখতে হবে ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এই রোমান্টিক-কমেডি সিনেমা থেকে মুখ ফেরাল না দর্শক। রণবীর-শ্রদ্ধার ফ্রেশ জুটিকে রুপলি পর্দায় দেখে মুগ্ধ সিনেপ্রেমীরা। ফলস্বরূপ বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলল পরিচালক লাভ রঞ্জনের এই ছবি। শনিবার মুক্তির ১১তম দিনে এই কারনামা করে দেখাল ‘ঝুটি-মক্কার’ জুটি। কাকতালীয়ভাবে এটা রণবীর এবং শ্রদ্ধা দুজনেরই ছয় নম্বর ছবি, যা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সফল হয়েছে। বিশ্ব বক্স অফিসে ইতোমধ্যেই ১২২ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে এই ছবি। ওপেনিং ডেতে ১৫.৭৩ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। রণবীর-শ্রদ্ধা ছাড়াও সিনেমায় দেখা মিলেছে ডিম্পল কপাডিয়া, বনি কাপুর, অনুভব সিং বাসিকে। রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ও ভালো ব্যবসা করেছে। দেশের বক্স অফিসে এই ছবির আয় ছিল ২৫৭ কোটি টাকা। এটাই রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে হিট ছবি।
আগামীতে রণবীরকে দেখা যাবে ‘অ্যানিমেল’ ছবিতে। ‘কবীর সিং’ পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার এই ছবিতে রণবীরের নায়িকা রাশ্মিকা মান্দানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়