ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট উদ্বোধন

আগের সংবাদ

ভোরের কাগজ, এনজিও ফোরাম ও বাউইনের সেমিনারে বক্তারা : এসডিজি ৬ অর্জনে কার্যক্রম বেগবান করার তাগিদ

পরের সংবাদ

হলান্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে সেমিফাইনালে ম্যানসিটি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : এফ এ কাপের কোয়ার্টার ফাইনালে বার্নলিকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লাইপজিগের বিপক্ষে পাঁচ গোল করা আর্লিং হলান্ড এই ম্যাচেও পেয়েছেন হ্যাটট্রিক। অপরদিকে সৌদি প্রো লিগে রোনালদোর জ্বলে ওঠার দিনে জয় পেয়েছে আল নাসর। সিরি আ’তে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড গড়েছেন এসি মিলান তারকা জøাতান ইব্রাহিমোভিচ।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই সিটিজেনদের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে থাকে বার্নলি। তবে ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল হজম করার পর আর খেলায় ফিরতে পারেনি তারা। জুলিয়ান আলভারেজের পাস থেকে বার্নলির জালে প্রথম পেরেক ঠুকে দেন আর্লিং হলান্ড। এর তিন মিনিট পর ফিল ফোডেনের পাস থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। নরওয়েজিয়ান এই তারকা হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৫৯ মিনিটে। ফোডেনের শট পোস্টে লেগে ফেরত এলেও ফিরতি বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড। বাকি তিন গোলের দুটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। কেভিন ডি ব্রুইনার দুটি অ্যাসিস্ট থেকে ৬২ ও ৭৩ মিনিটে গোল করেন তিনি। অপর গোলটি আসে পালমারের পা থেকে। ফলে ৬-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে প্রথম দল হিসেবে এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করে সিটিজেনরা। মৌসুমে এটি ছিল আর্লিং হলান্ডের ষষ্ঠ হ্যাটট্রিক। হলান্ডের আগে প্রিমিয়ার লিগের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪০ গোল করার কৃতিত্ব দেখাতে পেরেছেন কেবল ৫ জন ফুটবলার। তাদের মধ্যে রুড ফন নিস্টলরয় করেছেন ৪৪ গোল, মোহাম্মদ সালাহ ৪৪ গোল, ক্রিশ্চিয়ানো রোনালদো ৪২ গোল, অ্যান্ডি কোল ৪১ গোল ও হ্যারি কেইন ৪১ গোল। ম্যাচ শেষে গোলমেশিন হলান্ড বলেন, ‘গত দুটি ম্যাচে আমরা দুর্দান্ত খেলেছি। জাতীয় দলের বিরতির আগে ৭-০ ও ৬-০ গোলে জয়ী হওয়াটা সত্যিই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই দারুণ খুশি। আমি মনে করি এই মুহূর্তে আমরা মৌসুমের যে অংশে রয়েছি তাতে নিজেদের সেরাটা দেয়া খুবই জরুরি।’
সিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি বার্নলির কোচ হিসেবে ইতিহাদ স্টেডিয়ামে আসেন। ১১ বছরের সিটি ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেন সিটির সাবেক এই অধিনায়ক। তবে ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেননি তার গুরু পেপ গার্দিওলার বিপক্ষে। ম্যাচ শেষে হলান্ডের প্রশংসা করে গার্দিওলা বলেন, ‘সামনে ছেলেটি বড় এক সমস্যায় পড়বে। লোকে আশা করবে প্রতি ম্যাচেই সে তিন-চার গোল করুক। কিন্তু এমনটি তো সম্ভব নয়। কিছু লোক কথা বলবেই। আমি জানি হলান্ড এসব পাত্তা দেয় না। জীবন নিয়ে সে ইতিবাচক আর আশাবাদী। তার লক্ষ্য কত গোল এটা আমি জানি না। তবে আমরা এভাবে খেলতে থাকলে হলান্ড গোল করতেই থাকবে।’
ম্যাচ শেষে বার্নলি কোচ কোম্পানি বলেন, ‘এটা এমন একটি জায়গা যেখানে আসতে আমি সব সময়ই গর্ব অনুভব করি। বার্নলির সঙ্গে এখানে ফিরে আসতে পেরেও আমি গর্বিত।’
অপরেিদক সৌদি প্রো লিগে ছন্দ ফিরে পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আবহার বিপক্ষে জয় পেয়েছে তার দল। এর আগের রাউন্ডে আল ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় তার দল আল নাসর। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় নাসর। ম্যাচের ২৬ মিনিটে গোল খেয়ে বসেন রোনালদোরা। এরপর ম্যাচের ৭৮ মিনিটে দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এর পরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। আর ৮৬তম মিনিটে নাসরের সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন তালিসকা। এই জয়ে ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর। শীর্ষে থাকা ইত্তিহাদের ১ পয়েন্ট বেশি।
এছাড়া সিরি আ’তে সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েছেন জøাতান ইব্রাহিমোভিচ। তবে হেরে গেছে তার দল এসি মিলান। উদিনিজের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। গত বছর জানুয়ারির পর প্রথমবারের মতো মিলানের মূল একাদশে খেলতে নেমেছিলেন ৪১ বছর বয়সি ইব্রা। ম্যাচের ৯ মিনিটেই রবার্তো পেরেইরার স্পট কিক থেকে এগিয়ে গিয়েছিল স্বাগতিক উদিনিজ। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে স্পট কিক থেকে ইব্রাহিমোভিচের গোলে সমতায় ফেরে মিলান। পরে দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল হজম করে বর্তমান চ্যাম্পিয়নরা। এ নিয়ে শেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচের চারটিতেই পরাজিত হলো চতুর্থ স্থানে থাকা মিলান। ম্যাচ শেষে ইব্রাহিমোভিচ বলেন, ‘কস্তাকুর্তা যদি এই রেকর্ড ধরে রাখতে পারতেন তাহলে অনেক ভালো হতো। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। এটি দুর্দান্ত একটি ক্লাব যেখানে অনেক দুর্দান্ত খেলোয়াড় খেলেছেন। আমার কাছে এটা অনেক কিছু। অধিনায়ক হিসেবে আমার প্রথম ম্যাচে গোলটি তিন পয়েন্ট আনতে পারেনি এবং দুর্ভাগ্যবশত ম্যাচটি আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম তেমন হয়নি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়