ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট উদ্বোধন

আগের সংবাদ

ভোরের কাগজ, এনজিও ফোরাম ও বাউইনের সেমিনারে বক্তারা : এসডিজি ৬ অর্জনে কার্যক্রম বেগবান করার তাগিদ

পরের সংবাদ

ব্লক মার্কেটে ১৩৯ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে মোট ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩৯ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রিণ সুকুকের। কোম্পানিটি ৪৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বেক্সিমকো ফার্মা ৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সি পার্ল বিচ ১০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দর বাড়ার শীর্ষে আরডি ফুড : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে আরডি ফুড লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৪.১৬ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২ হাজার ৬২৯ বারে ৩৪ লাখ ৯১ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১০৬ টাকা ৮০ পয়সা বা ৩.৫৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩ হাজার ৯৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির শেয়ার ১ টাকা ৯০ পয়সা বা ২.৮৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৮ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, জেমিনি সি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ, মুন্নু অ্যাগ্রো, সোনালী পেপার ও আলহাজ টেক্সটাইল লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়