ইন্ডিয়ান হায়ার এডুকেশন মিট উদ্বোধন

আগের সংবাদ

ভোরের কাগজ, এনজিও ফোরাম ও বাউইনের সেমিনারে বক্তারা : এসডিজি ৬ অর্জনে কার্যক্রম বেগবান করার তাগিদ

পরের সংবাদ

এই ফাগুনে

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ফাগুনদিনের উদাস দুপুর বইছে মাতাল হাওয়া,
ব্যাকুল ভ্রমর ফুলে ফুলে মেটায় প্রাণের চাওয়া।
আমরা দুজন ফাগুন বনে হাত ধরে পথ হাঁটি,
চারিদিকে বাসন্তী সাজ ভীষণ পরিপাটি!

শিমুল পলাশ উদার আকাশ কত্ত কী যে বলে!
অশোক মাদার কৃষ্ণচূড়ায় রূপের খেলা চলে।
ফুল ছুঁয়েছে প্রজাপতি মন মিশেছে মনে,
ভালোবাসার কাব্য গড়ি স্বপ্ন আকিঞ্চনে।

হাত বাড়ালাম অমর প্রেমের উষ্ণ ছোঁয়া পেতে,
তোমার দুচোখ হাজার সুখের গল্পে ওঠে মেতে।
‘বউ কথা কও’ ডাকছে পাখি দূরের গহীন বনে,
এমন দিনে এ কোন তাপে পুড়ছি তোমার সনে!

চোখ সেতো নয় মায়ার সাগর ডুবছি পরম সুখে,
বাঁধনহারা ইচ্ছেগুলো ঢেউ তুলেছে বুকে।
এই লগনে আহা কী সুখ যাচ্ছে ছুঁয়ে ছুঁয়ে!
বুনোলতার মতো আমি পড়ছি নুয়ে নুয়ে।

মনের খুশি ধরে নাতো আনমনে যাই গেয়ে,
একজনমে মিটবে না সাধ তোমায় চেয়ে চেয়ে।
শাখে শাখে পাখির ঝাঁকে কত্তসুরে ডাকে,
ভালোবাসার মিষ্টি সুবাস বিভোর করে রাখে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়