নায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

শিবচরে বাস খাদে, নিহত ১৯ : আন্ডারপাসের দেয়ালে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি > আহত ১৫ জনের ৮ জন ঢামেকে

পরের সংবাদ

সিলেটে প্রস্তুত হচ্ছেন জামালরা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আফ্রিকার দেশ সেশেলসের বিপক্ষে সিলেটে দুটি ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেশেলসের বিপক্ষে ফিফা উইন্ডোর ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশ দল সৌদি আরবের মদিনায় একটি আবাসিক ক্যাম্পে অংশগ্রহণ করে। সেখানে ১০ দিনে ৯টি সেশনে অনুশীলন করে জামাল ভূঁইয়ারা। সেই ক্যাম্প শেষ করে গত শুক্রবার বিকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। সেদিন রাতেই সেশেলসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সিলেটের পথ ধরেন তারা। গতকাল বিশ্রামে কাটিয়ে আজ ফের অনুশীলনের জন্য মাঠমুখী হবেন জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা সৌদি আরব থেকে ফোনের মাধ্যমে আগেই জানিয়েছিলেন সেশলসের বিপক্ষে দুটি ম্যাচই জিততে চায় বাংলাদেশ। এবার একই কথা জানালেন দীর্ঘ ৭ বছর পর জাতীয় দলে সুযোগ পাওয়া স্ট্রাইকার আমিনুর রহমান সজীব। ১৫ মার্চ মদিনায় ফিফা র?্যাঙ্কিংয়ে ১২৪ নম্বরে থাকা আফ্রিকার দেশ মালাউইয়ের বিপক্ষে তাকে একাদশে রাখা হয়েছিল।
সেই ম্যাচের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করছি। সিলেটে সেশেলসের বিপক্ষে সিরিজটা আমরা ২-০ ব্যবধানে জিততে চাই।’
মদিনা ক্যাম্প নিয়ে খুশি জাতীয় দলে ফেরা রক্ষণভাগের খেলোয়াড় তপু বর্মনও। তিনি বলেন, ‘সবাই নিজেদের সেরাটা দিয়েছে। যা যা করা দরকার কোচ সবই করেছেন। সিলেটের ম্যাচ দুটি আমাদের জিততে হবে। সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামব।’ কোচ কি চান তা জানিয়ে তিনি যোগ করেন, ‘কোচ মূলত চান বল পায়ে রেখে খেলতে। সেট পিচ নিয়ে কাজ করেছেন। বিগত কোচদের অনেককে দেখতাম লম্বা পাসে খেলাতেন। কিন্তু কাবরেরা চান পাসিং ফুটবল খেলে আক্রমণে যেতে। এসব নিয়েই মূলত কাজ হয়েছে মদিনায়।’
মদিনা সফরে দুটি অনুশীলন ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ফুটবল দল। একটি ম্যাচে প্রতিপক্ষ ছিল মদিনার অন্যতম শীর্ষ ক্লাব ওহুদ এবং অন্য ম্যাচে প্রতিপক্ষ ছিল মালাউই। দুটি ম্যাচেই বাংলাদেশ ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। ড্র হওয়া ম্যাচ দুটি থেকে বাংলাদেশ দল অনেক কিছু শিখতে পেরেছে বলে জানান দলের খেলোয়াড়রা। এ প্রসঙ্গে গোলকিপার আনিসুর রহমান বলেন, ‘ভালো মাঠে অনুশীলন করেছি, এখন সিলেটের মাঠটা ভালো হলেই হয়। কোচ পাসিং ফুটবল ও ফিনিশিংয়ের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি বল পায়ে কীভাবে বিল্ডআপ করতে হয়, কাজ করেছেন সেটা নিয়েও। কোচ বলেছেন, কোনো নেতিবাচক চিন্তা নয়, মাঠে থাকতে হবে ইতিবাচক।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়