নায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

শিবচরে বাস খাদে, নিহত ১৯ : আন্ডারপাসের দেয়ালে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি > আহত ১৫ জনের ৮ জন ঢামেকে

পরের সংবাদ

ল²ীপুরের সাবেক পৌর মেয়র আবু তাহের আর নেই

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ল²ীপুর : ল²ীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, টানা ৩ বারের সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মারা গেছেন। গত কয়েক মাস ধরে তিনি দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। গতকাল শনিবার দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজার মানুষ ছুটে আসেন তাকে একনজর দেখার জন্য।
তিনি সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে রাজনৈতিক ক্যারিয়ার গড়েছিলেন। মুজিববাদী তাহের নামে পরিচিত ছিলেন তিনি। জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা পৌর মেয়রের দায়িত্বে থাকাকালে ল²ীপুর পৌর এলাকাকে একটি মডেল পৌরসভায় রূপ দিয়েছিলেন। অসংখ্য স্কুল-কলেজ, ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান স্থাপন করে জননন্দিত হন তিনি। বিগত জোট সরকারের সময় তিনি দীর্ঘদিন কারাভোগ করেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়