নায়িকা মাহি ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশের মামলা

আগের সংবাদ

শিবচরে বাস খাদে, নিহত ১৯ : আন্ডারপাসের দেয়ালে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় বাসটি > আহত ১৫ জনের ৮ জন ঢামেকে

পরের সংবাদ

বিপাকে বৈধ পাম্প মালিকরা : শেরপুরে আবাসিক বিদ্যুৎ সংযোগে চলছে সেচ

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

খোরশেদ আলম, শেরপুর থেকে : শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের আবাসিক বিদ্যুৎ সংযোগে অবৈধভাবে সেচ পাম্প চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ বৈধ সেচ পাম্প মালিকদের।
জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে শত শত অবৈধ সেচপাম্প চালানো হচ্ছে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। অনুমোদনবিহীন এসব সেচ পাম্প অবাধে চালানো হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন বৈধ সেচ পাম্প মালিকরা।
অনুসন্ধানে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে বিএডিসি’র অনুমোদন প্রাপ্ত পল্লী বিদ্যুতের আওতায় বৈধ সেচ পাম্প রয়েছে প্রায় ৬ শতাধিক।
অপরদিকে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অবৈধভাবে চালানো হচ্ছে সহ¯্রাধিক সেচ পাম্প। অভিযোগ প্রকাশ, অবৈধভাবে সেচ পাম্প চালানোর কারণে বৈধ সেচ পাম্প মালিকরা চরম বিপাকে পড়েছেন।
অবৈধ সেচ পাম্প মালিকরা নিজের জমি চাষাবাদের পাশাপাশি অন্য কৃষকদের জমিও চাষাবাদ করেআসছেন।
অথচ লাখ লাখ টাকা খরচ করে উপজেলা সেচ কমিটির অনুমতি নিয়ে সেচ পাম্প স্থাপনকারী সেচ পাম্প মালিকরা এখন দিশাহারা হয়ে পড়েছেন। তারা সেচ দেয়ার মতো জমি পাচ্ছে না। এতে লোকসান গুনতে হচ্ছে তাদের।
সেচ পাম্প মালিকরা জানান, বৈধ সেচ পাম্পের বিদ্যুৎ সরবরাহে ভর্তুকি দিচ্ছে সরকার। আর আবাসিক বিদ্যুৎ সরবরাহে সে ভর্তুকি নেই। এতে পল্লী বিদ্যুৎ সমিতি লাভবান হচ্ছে। এ কারণে আবাসিক বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অবৈধ সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না পল্লী বিদ্যুৎ সমিতি।
এ বিষয়ে ভুক্তভোগী সেচ পাম্প মালিক উপজেলার কাংশা ইউনিয়নের কাড়াগাঁও গ্রামের আবুল কাশেম উপজেলা সেচ কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি তার আশপাশের প্রায় ১০টি অবৈধ সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এ আবেদন করেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হাফিজুর রহমান বলেন, অবৈধ সেচ পাম্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়