আশালতা : নজরুলের উত্থান-পতনময় জীবনের এক অবিচ্ছেদ্য নাম

আগের সংবাদ

বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা চট্টগ্রাম নগরবাসীর : চসিক-চউক ব্যস্ত দোষারোপে

পরের সংবাদ

মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে কর্ন মোহন দে (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলপুলিশ।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে মগবাজার রেললাইন দিয়ে অসতর্কভাবে হেঁটে যাওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন মোহন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ওই রাতে তার নাম পরিচয় জানা যায়নি। তবে পরবর্তীতে ফিঙ্গার প্রিন্টের সাহায্যে তার নাম-পরিচয় জানা যায়। তার বাবার নাম বিজয় দে। বাড়ি কক্সবাজার সদর উপজেলার উত্তর হিন্দুপাড়ায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন কর্ন মোহন দে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়