আশালতা : নজরুলের উত্থান-পতনময় জীবনের এক অবিচ্ছেদ্য নাম

আগের সংবাদ

বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা চট্টগ্রাম নগরবাসীর : চসিক-চউক ব্যস্ত দোষারোপে

পরের সংবাদ

প্রেক্ষাগৃহে মমর দুই সিনেমা

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দিন দশেক আগে টেলিভিশনে দেখানো হয়েছে ‘রেডিও’ সিনেমাটি। আর গতকাল এটি মুক্তি পেল প্রেক্ষাগৃহে। দেশের সাতটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমাটি। হলগুলো হলো- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), উলকা (গাজীপুর), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মধুবন (বগুড়া) ও সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)। পরিচালক বলেন, ‘আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের গল্পে এ বছর যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, একটাও সাফল্য পায়নি। আমরা তো অনুদানের অর্থে নয়, নিজেদের টাকায় সিনেমা বানিয়েছি। তাই এ দিকটা বিবেচনা করেছি। এছাড়া আমাদের চাওয়া ছিল, ছবিটা বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছে দেয়া। সেজন্যই টিভিতে প্রিমিয়ার করা হয়েছে।’ মামুন জানান, মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তাকে উৎসর্গ করেই ১৭ মার্চ ‘রেডিও’ প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই ঐতিহাসিক ভাষণকে ঘিরেই সাজানো হয়েছে ‘রেডিও’ ছবির গল্প। ২০২২ সালের ফেব্রুয়ারিতে এর চিত্রায়ণ করা হয় মানিকগঞ্জে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় প্রমুখ। অন্যদিকে খিজির হায়াত খানের পরিচালনায় স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের ২৬ হলে মুক্তি পেল মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত চলচ্চিত্র ‘ওরা ৭ জন’। এতেও অভিনয় করেছেন চিত্রনায়িকা মম। ‘ওরা ৭ জন’ তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের সাতজন বীরশ্রেষ্ঠকে নিয়ে। তাদের ভূমিকায় দেখা যাবে- ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, সাইফ খান, নাফিস আহমেদ, খালিদ মাহবুব তূর্য, শাহরিয়ার ফেরদৌস সজীব ও খিজির হায়াত খান।

:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়