আশালতা : নজরুলের উত্থান-পতনময় জীবনের এক অবিচ্ছেদ্য নাম

আগের সংবাদ

বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা চট্টগ্রাম নগরবাসীর : চসিক-চউক ব্যস্ত দোষারোপে

পরের সংবাদ

নাটু নাটুর মানে কী!

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ইতিহাস গড়েছে পরিচালক এসএস রাজামৌলির ‘আরআরআর’। বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা হাঁকানো এই সিনেমার গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের বিভাগে সেরার সম্মান ছিনিয়ে নিয়েছে। এমএম কিরবানি, চন্দ্রবোসের হাত ধরে বিশ্বমঞ্চে সমাদৃত ভারত। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ। মুক্তির পর থেকেই রামচরণ, এনটিআর জুনিয়রের ‘নাটু নাটু’র তালে নেচেছে গোটা দেশ। ছবি মুক্তির পর থেকে এই গান নিয়ে চর্চা আরো কয়েকগুণ বেড়ে যায়। সময় যত এগিয়েছে ‘নাটু নাটু’র জনপ্রিয়তা ততই বেড়েছে। বিশ্বমঞ্চে একাধিক সম্মান তো বটেই হলিউড তারকাদের থেকেও প্রশংসা কুড়িয়েছে রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া এই তেলেগু গান। ‘নাটু নাটু’র হুক স্টেপের নেচেছেন অনেকেই, কিন্তু এই তেলেগু গানের মানে জানা আছে? তেলেগু শব্দ ‘নাটু’র অর্থ হল ‘অমার্জিত’, ‘এবড়ো-খেবড়ো’ বা ‘গ্রাম্য’। গীতিকার চন্দ্র বোস এখানে গ্রাম্য অর্থে ‘নাটু নাটু’ শব্দের ব্যবহার করেছেন। তার কথায়, ছোটবে?লার গ্রামে বড় হওয়ার যে স্মৃতি, গানের নেপথ্যে আমার অনুপ্রেরণা সেটাই। ‘আরআরআর’ ছবিতে এই গানে জুনিয়র এনটিআর এবং রামচরণকে ফাটিয়ে নাচতে দেখা গিয়েছে। ছবির দৃশ্যায়নে দেখা গিয়েছে কেমনভাবে গ্রামের দুই ছেলেকে ব্রিটিশ অফিসারের কাছে লাঞ্ছনার শিকার হয়, তাদের ‘বর্বর’, ‘অসভ্য’ বলে দেগে দেওয়া হয়। এরপরই সপাট জবাব দিতে, নিজেদের লোকগানকে সবার সামনে পেশ করে মন জিতে নেয়। ছবির মুক্তির সময় এই গান সম্পর্কে পরিচালক রাজামৌলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জনগণের মন জয় করবে এমন একটা এন্টারটেনমেন্টের রসদে ভরপুর গান শুট করতে চেয়েছিলেন তিনি। যার প্রাণকেন্দ্র হবে দুই হিরো রামচরণ ও জুনিয়র এনটিআর। ব্রিটিশ সংস্কৃতির সঙ্গে বৈপরীত্য বজায় রেখে নিজেদের গ্রাম্য সংস্কৃতিকে সেই গানে তুলে ধরতে চেয়েছিলেন পরিচালক-তারই প্রতিফলন ‘নাটু নাটু’। এদিনও ‘নাটু নাটু’র জন্য উঠে দাঁড়িয়ে করতালি দিল গোটা হলিউড। পুরস্কার হেরেও দর্শকাসনে বসা লেডি গাগা সবার আগে উঠে হাততালি দিলেন কিরবানি-চন্দ্রবোসের জন্য। এখানেই শেষ নয়, জানেন কি এই তামিল গানের সঙ্গে বাংলার এক অদ্ভুত যোগসূত্র রয়েছে। বিশ্বজুড়ে সবার মন জয় করা ‘নাটু নাটু’ গানের হিন্দি ভার্সন ‘নাচো নাচো’ও কম জনপ্রিয় নয়। সেই গানের কথা লিখেছেন, বাঙালি কন্যে রিয়া মুখোপাধ্যায়। ‘নাটু নাটু’র অস্কার জয়ে আপ্লæত রিয়াও। এদিন অস্কারের মঞ্চে বাঙালি পরিচালক শৌনক সেনের ডকুমেন্ট্রি ‘অল দ্যাট ব্রিদস’-এর পুরস্কার হাতছাড়া হয়েছে, তবুও অন্য এক বাঙালির নাম পরোক্ষে জুড়ে থাকল ‘নাটু নাটু’র এই ঐতিহাসিক জয়ে।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়