আশালতা : নজরুলের উত্থান-পতনময় জীবনের এক অবিচ্ছেদ্য নাম

আগের সংবাদ

বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা চট্টগ্রাম নগরবাসীর : চসিক-চউক ব্যস্ত দোষারোপে

পরের সংবাদ

জাভেদের উর্দুপ্রীতি

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সম্প্রতি জাভেদ আখতার এবং তার সহধর্মিণী শাবানা আজমি মিলে একটি উর্দু কবিতার অ্যালবাম প্রকাশ করলেন। এই অ্যালবামের নাম দিয়েছেন ‘শায়রানা সারতাজ’। এই অ্যালবাম লঞ্চের অনুষ্ঠানে গায়ক জানালেন উর্দুর গুরুত্ব কী আর কতটা। বললেন উর্দুর জন্মস্থান ভারত। এটা পাকিস্তান বা মিসর থেকে আসেনি। এই অনুষ্ঠানে জাভেদ আখতার বলেন, ‘উর্দু অন্য কোনো জায়গা থেকে আসেনি। এটা আমাদের ভাষা, দেশের ভাষা। এটা ভারতের বাইরে কোথাও বলা হয় না। পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার পরই এসেছে। তার আগে তো এটা ভারতেরই অঙ্গ ছিল। তাই এই ভাষা ভারতের বাইরে কোথাও বলা হয় না।’ তিনি আরও বলেন, ‘পাঞ্জাবের একটি বড় ভূমিকা আছে উর্দুতে। এটা ভারতেরই একটি ভাষা। আপনি এই ভাষা কেন ছেড়ে দিচ্ছেন, স্রেফ দেশ ভাগের কারণে? পাকিস্তানের কারণে? উর্দুকেও সমান গুরুত্ব দেয়া উচিত। আগে তো কেবল হিন্দুস্তান ছিল। পাকিস্তান হিন্দুস্তানের থেকেই জন্মেছে। পাকিস্তান তো এখন বলে কাশ্মীর তাদের, সেটা কি আমরা বিশ্বাস করি? আমার মনে হয় উত্তরটা না। তেমন ভাবেই, উর্দু হলো একটি হিন্দুস্তানি ভাষা। আর সেটা তাই থাকবে।’ তিনি আরও বলেন, ‘আজকাল আমরা ইংরেজির ওপর বেশি জোর দিচ্ছি। তবে আমাদের হিন্দি ভাষায় কথা বলা উচিত, এটা আমাদের রাষ্ট্র ভাষা। ভাষার সঙ্গে ধর্মের যোগ নেই, জায়গার যোগ আছে। তেমন হলে গোটা ইউরোপ একটা ভাষাতেই কথা বলত।’ কিছুদিন আগেই পাকিস্তানে বসে সে দেশের ব্যাপারে বিতর্কিত মন্তব্য করে বসেন জাভেদ আখতার। দাবি করে ২৬/১১-এর সন্ত্রাসীরা এখনও সে দেশে ঘুরে বেড়াচ্ছে। তার সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতে সেটা সমাদৃত হলেও। বহু পাকিস্তানি শিল্পী এটার বিরোধিতা করেন।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়