আশালতা : নজরুলের উত্থান-পতনময় জীবনের এক অবিচ্ছেদ্য নাম

আগের সংবাদ

বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা চট্টগ্রাম নগরবাসীর : চসিক-চউক ব্যস্ত দোষারোপে

পরের সংবাদ

ইউপি নির্বাচন : নেত্রকোনার দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে সদ্য প্রয়াত চেয়ারম্যান ইয়াকুব আলী তালুকদারের ছেলে ইউসুফ তালুকদার সাগর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সফিকুল ইসলাম সফিক নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ৪৬৩।
অপর এক স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম আনারস প্রতীকে ৭৭৮ ভোট পেয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার তপন চন্দ্র শীল। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১৬৭। ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, গত ২৮ নভেন্বর ২০২১ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ইয়াকুব আলী তালুকদার। গত ১০ জানুয়ারি শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করায় তারই ছেলে ইউসুফ তালুকদার সাগর এই উপনির্বাচনে ১ হাজার ৩৭৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়