শেয়ারট্রিপ : অনলাইনে তারিখ পরিবর্তন ও রিফান্ড সেবা চালু

আগের সংবাদ

চিকিৎসা ব্যয়ে পিষ্ট রোগীরা : চিকিৎসায় রোগীর নিজস্ব ব্যয় প্রায় ৭০ শতাংশ, সবচেয়ে বেশি ব্যয় ওষুধ কিনতে- ৬৫ শতাংশ

পরের সংবাদ

শেখ হাসিনা বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে নিজেই সম্মানিত হয়েছেন

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন। পেশাগতভাবে তিনি ডাক্তার হলেও মননে-মগজে তিনি একজন সাহিত্যকর্মী। বহুমুখী প্রতিভার অধিকারী তিনি। সদালাপি, একই সঙ্গে জীবনবাদীও। জন্মগ্রহণ করেছেন গফরগাঁওয়ে। ছোট্টবেলায় প্রধান শিক্ষক দাদার হাত ধরে ব্রহ্মপুত্র নদের পার আর তালপুকুর পারে ঘুরেছেন আর জীবনী শক্তির সঞ্জীবনী সুধা গ্রহণ করেছেন। দুরন্ত বালকটির সে সময় ভালো ছক্কা পেটানোর হাত ছিল। কিন্তু ব্যাট ছেড়ে দিয়ে মানবতার কল্যাণে হাতে নিয়েছেন স্ট্যাথোস্কোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে আজ তার তুখোড় কর্মজীবন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন অত্যন্ত নিমগ্নতায় সততার সঙ্গে। এখানে কাজ করেন বলে এ নিয়ে তার কোনো অহঙ্কার নেই। বরং তিনি মনে করেন আল্লাহতাআলা গণমানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছেন অসীম কৃপায়। এর আগে তিনি গণভবনেও কাজ করেছিলেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। মানুষের সেবা করতে ভালোবাসেন তিনি। কোভিড নাইনটিনের সময় তার সংসার এবং ব্যক্তি জীবন বাদ দিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছিলেন দ্বিধাহীনভাবে। মানবসেবায় কাজ করার জন্য দীর্ঘদিন একাকি থাকতে হয়েছিল। সে সময় নিজের জীবন নিয়েই শঙ্কা ছিল। এ সময়ই তিনি এ গ্রন্থের প্রাথমিক কাজটি করেছিলেন। তবুও জীবনবাদি এ মানুষটি এরকম একটি কাজে হাত দিয়েছিলেন। লেখক ডা. মুহাম্মদ সারোয়ার হোসেনের গদ্যভাষা বর্ণনা অনন্যসাধারণ। তার লেখা নির্মেদ। ছাত্রজীবন থেকেই তিনি লিখতে এবং পড়তে ভালোবাসতেন। গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করার সুবাদে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ হয় ডা. মুহাম্মদ সারোয়ার হোসেনের বার বার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে, কতটা দূরদর্শী এবং কাজপাগল মানুষ তা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন কাছ থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যেকটি কাজ অত্যন্ত পরিকল্পিত ও সুদূর চিন্তাপ্রসূত। এটা তার কর্মযজ্ঞ দেখে বোঝা যায় যে, তিনি পিতার মতো এ দেশের মানুষদের কতটা ভালোবাসেন। বঙ্গবন্ধুর পর এ বাংলা গড়ার অগ্রদূত দেশরতœ শেখ হাসিনা। তাকে কাছ থেকে না দেখলে হয়তো ডা. মুহাম্মদ সারোয়ার হেসেন এতটা বুঝতেন না। তাই মন থেকে আপনাতেই শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা চলে আসে। এ দেশের উন্নয়নের জন্য তিনি কী না করেছেন। ডিজিটাল বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, গঙ্গার পানি চুক্তি, ছিটমহল চুক্তি, পদ্মা সেতু, মেট্রো রেল, পাতাল রেল, সমুদ্রসীমার আইনি সমাধান, এত এত ফ্লাইওভার, রাস্তাঘাটসহ অনেক কিছু। আজকের বিষয় তা নয়। বঙ্গবন্ধুর আহ্বানে এ দেশে একদিন মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর আমরা একটি স্বাধীন ভূমিখণ্ড এবং পতাকা পেয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধু এ বাংলার জন্য ইচ্ছে থাকলেও সবকিছু করে যেতে পারেননি মাত্র সাড়ে তিন বছর সময়ে। তার অসমাপ্ত কাজগুলোই মন দিয়ে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো যখন নিকট থেকে দেখেন ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন তখন তাকে ভালো না বেসে এবং শ্রদ্ধা না করে পারা যায় না। নিন্দুকেরা নিন্দার জন্যই তার নিন্দা করেন। প্রকৃত সত্য হলো, প্রধানমন্ত্রী আপাদমস্তক একজন আল্লাওয়ালা মানুষ।
এ দেশের অন্য কোনো সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করেননি। তিনিই প্রথম তাদের জন্য ভাতার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, রেল, বিমানে যাতায়াত ব্যবস্থা ফ্রিসহ অনেক অবদান রেখেছেন। মুক্তিযোদ্ধারা যে বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান সেই স্বীকৃতিও শেখ হাসিনাই দিয়েছেন। এমনকি বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানে ভূষিত করেছেন। বীরাঙ্গনাদের এ খেতাব দেয়ার পর থেকেই লেখক ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন মন থেকে অনুভব করলেন এ মহীয়সী নারীদের তথ্য-উপাত্ত সংগ্রহ করে লেখাটি শেষ করতে হবে।
একদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা অন্যদিকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের প্রতিও গভীর ভালোবাসার উৎসারণ। পাশাপাশি তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনির তাগিদ- সব মিলিয়ে সেই ভাবনা থেকেই এ লেখার অবতাড়না। বাংলার ঐতিহ্যিক বিষয়গুলোর মধ্যে মহান মুক্তিযুদ্ধ অন্যতম। সেই মুক্তিযুদ্ধকে উপজীব্য করে অকৃত্রিমতায় তথ্য-উপাত্তসহ অত্যন্ত অনুসন্ধিৎসু প্রখর দৃষ্টিভঙ্গি দিয়ে ‘বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা শেখ হাসিনার অবদান’ গ্রন্থটি লিখেছেন ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন। এ গ্রন্থ লিখতে গিয়ে অনেক গ্রন্থ যেমন পড়তে হয়েছে তেমনি বাংলার তৃণমূল পর্যায় পর্যন্ত তাকে যেতে হয়েছে তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য। নির্বিকার নির্মোহ হয়ে কেউ যদি কোনো চেষ্টা করেন এবং ধৈর্যের সঙ্গে নিবিষ্ট পথে চলতে থাকেন আপন গন্তব্যের দিকে এবং নিমগ্নতায় সৎ উদ্দেশ্য থাকে তাহলে আলোকিত পথের সন্ধান পাওয়া যায়। ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন একাগ্রচিত্তে সেই কাজটি করতে পেরেছেন। তিনি ছাত্রজীবন থেকেই দুর্দান্ত সাহসের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ছাত্রলীগের যেকোনো কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন বিগত জীবনে। যে কাজে অন্যরা যেতে ভয় করেছে সে কাজে তিনি ভয়কে দূরে সরিয়ে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছেন। কারণ হৃদয়ে বঙ্গবন্ধুকে লালন করেন বলেই এসব কাজে অনুপ্রেরণা পেয়েছেন মন থেকে। এমন একটি বিষয় নিয়ে কাজ করা সত্যিই অকল্পনীয় এবং দুরূহ কাজ। কারণ যেখানে তিনি কাজ করেন সেখানে ফাঁকি দেয়ার কোনো স্কোপ নেই। এ কাজটি তিনি করেনও না। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক অবিনাশী প্রেরণাদায়ী স্মারক। এ দেশের সাধারণ মানুষ মুটে মজুর থেকে শুরু করে কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক ডাক্তারসহ নানা পেশার মানুষ সেদিন দেশ মাতৃকার টানে ঝাঁপিয়ে পড়েছিল। এমনকি আমাদের মা-বোনেরাও পিছিয়ে ছিল না। যুদ্ধকালীন প্রায় তিন কোটি চুয়াত্তর লাখ নারী অংশগ্রহণ করেছিলেন পুরুষ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি। তারাও মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়েছিলেন। তাই মুক্তিযুদ্ধে নারীর গৌরবান্বিত অধ্যায় অস্বীকার করা বা ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তাই বাংলার নারী যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর যারা পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের নিয়ে লিখতে গিয়ে নিখুঁত বর্ণনা করেছেন এ গ্রন্থটিতে লেখক। তার গদ্যভাষা অত্যন্ত সহজ-সরল ও সাবলীল। বিশিষভাবে উল্লেখ্য যে, লেখক ডা. মুহাম্মদ সারোয়ার হোসেনের লেখাটি অত্যন্ত তত্ত্ব ও তথ্যসমৃদ্ধ লেখা একটি গ্রন্থ। এ গ্রন্থের তথ্যমতে, মুক্তিযুদ্ধে অবদান রাখা গ্রাম বাংলার তৃণমূলের অতি সাধারণ সেইসব নারীদের সমাজচ্যুত হওয়ার ইতিহাস এখনো অনেকের অজানা। প্রায় সাড়ে চার লাখ নারী বা এরও বেশি যারা পাকিস্তানি হানাদার এবং তাদের এ দেশীয় দোসরদের বর্বর নির্যাতনের শিকার হয়েছিলেন সেইসব নারীদের পরবর্তী সময় অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পরের ঘটনা- বঙ্গবন্ধু যাদের সম্মানের সঙ্গে বীরাঙ্গনা নামে আখ্যায়িত করেছিলেন। বঙ্গবন্ধু শুধু বীরাঙ্গনা খেতাব দিয়েই ক্ষান্ত ছিলেন না। বীরাঙ্গনাদের নিজে পিতৃ পরিচয় দিয়ে বিয়ে দিয়েছেন। তাদের কাজের ব্যবস্থা করেছেন। সমস্ত বাধাবিঘœ পেরিয়ে সমাজের কুসংস্কার এড়িয়ে সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে পুরুষদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন।
কিন্তু পঁচাত্তরপরবর্তী সময়ে যখন পাকিস্তানি প্রেতাত্মা সরকার এ দেশের ঘাড়ে চেপে বসেছিল তখন আমাদের নিষ্ঠুর সমাজ ব্যবস্থায় সেই সম্মানিত অভিধা আমাদের সমাজ বুঝেনি। এ সময় বীর মাতাদের জীবনে আবার নেমে আসে কালো আঁধার। তাদের সুদীর্ঘ কাল ধরে চরম দুর্দিন পার করতে হয়। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান রাখা অবহেলিত এবং সমাজ কর্তৃক উপেক্ষিত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মায়েদের পাশে দাঁড়ান জননেত্রী শেখ হাসিনা সরকার। তিনি বীরাঙ্গনাদের বীর মুক্তিযোদ্ধা নামে অভিহিত করেন। বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা খেতাবে ভূষিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে শতভাগ সফল করেছেন।
লেখক ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন এ গ্রন্থ লিখতে গিয়ে এত এত তথ্যের সমাহার ঘটিয়েছেন যে, কোনটা রেখে কোনটা এখানে তুলে ধরব বুঝতে পারা যায় না। তবুও কয়েকটি বিবরণ তুলে ধরলাম পাঠকের বুঝতে সহজ হওয়ার জন্য। বইয়ের পুরোটা পড়তে গিয়ে বার বার সেই ভয়াবহ একাত্তরে ফিরে যেতে হয়েছে। সে সময়ের মা-বোনদের নৃশংস ঘটনাবলীর বিবরণ এবং স্পর্শকাতর নিখুঁত বর্ণনায় চোখের পানি চলে এসছে বার বার। এ গ্রন্থটি পড়ে প্রত্যক্ষ করতে পেরেছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলোর কথা। এখানে উল্লেখ না করলেই নয় যে, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ‘মাছুদা খাতুন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্মমতার শিকার হয়েছিলেন। এ জন্য তিনি গণআদালতে সাক্ষ্য দেয়ার অপরাধে ১০ বছরেরও বেশি সময় ধরে একঘরে ছিলেন। লেখক বলেছেন, পাশবিক নির্যাতনের শিকার রাজুবালা দুনিয়াজোড়া ক্লান্তি নিয়ে একসময় আপনগৃহে প্রবেশ করতে চান। সিঁড়ির ধাপ মাড়িয়ে যেতেই তার শাশুড়ি মুখের ওপর দরজা বন্ধ করে দেন। লেখক অত্যন্ত বেদনার সঙ্গে বলেছেন স্বাধীনতার ৫০ বছর পর স্বাধীন বাংলাদেশের মাটিতে অথবা পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো দেশের মানচিত্রে কেমন আছেন কিংবা কেমন জীবন কাটিয়ে গেলেন আমাদের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা বীর মাতারা? তাদের বঞ্চনার এবং লড়াকু জীবনের করুণ ইতিহাস না জানলে হয়তো অসম্পূর্ণই রয়ে যাবে স্বাধীন বাংলাদেশের ইতিহাস এবং মানচিত্র। লেখক সারোয়ার হোসেনের ভাষ্যমতে, ‘খোদেজা খাতুন’ নামের এক নারী পাশবিক শিকারে নাস্তানাবুধ হন। যিনি পুরো যুদ্ধ সময়কাল ধরে এ পাশবিকতা থেকে বাঁচেতে পারেননি। তিনি পেটে ধারণ করেন এক যুদ্ধশিশু। এ শিশুকে তিনি জন্ম দেন এবং সমাজের সঙ্গে লড়াই করে তাকে বড় করেন। শিক্ষা দেন। তিনি শুধু মা নন। ধরিত্রী মা হয়ে এ শিশুকে লালন পালন করেন। এরকম একজন পাকিদের হাতে ধরা পড়া ‘নূরজাহান’ বলেন, তার খালু শিকারপুর ক্যাম্পে রান্নার তদারকি করতেন। তার সঙ্গে দেখা করার নামে আমি মুক্তিযোদ্ধাদের খবর আদান-প্রদান করতাম। একদিন পাক আর্মিরা আমাকে ধাওয়া করে এবং পেছন থেকে একটি গুলি করলে আমার বাম পায়ে বিদ্ধ হয় ও জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে এলে দেখি আমি গৌরনদী স্কুলে পাকিদের ক্যাম্পে। একটু সুস্থ হওয়ার পর শুরু হয় আমার ওপর নির্যাতন মুক্তিবাহিনীর খবর উদ্ধারের জন্য। আমাকে হাত-পা বেঁধে পুকুরে ফেলে রাখত, বেয়নেট দিয়ে সারা শরীর খোঁচাত, আঙুলের ফাঁকে ইটের টুকরো ঢুকিয়ে চাপ দিত। এরই মাঝে প্রতিদিন তারা আমার ওপর পাশবিক নির্যাতনও চালাত। আমাদের গ্রামে আমার মতো অনেক নারী নির্যাতিত হয়েছিল। একটি ঘটনা নিজ চোখে দেখেছি। আমি তখন রমেশ ডাক্তারের বাড়ির একটি গাছের ওপর লুকিয়ে ছিলাম। মাত্র তিন দিন আগে ডাক্তারের স্ত্রীর বাচ্চা হয়েছিল। পাকি সৈন্যরা পালাক্রমে এ বউটিকে উপর্যুপরি ধর্ষণ করে। আমি তখন আড়াল থেকে এ ঘটনাটা অবলোকন করি। এরপর যখন গ্রামে ফিরে আসি তখন দেখি আমার জন্য আমার বাবাকে পাকিরা হত্যা করেছে। আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। গ্রামের লোকজন আমার দিকে যেভাবে তাকাচ্ছিল তখন মনে হয়েছিল আমি বুঝি নষ্টা ভ্রষ্টা। আত্মীয়-স্বজনরা আমাকে নানা ভর্ৎসনা করেছে। এভাবে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের দ্বারা উৎপীড়নের শিকার হয়ে আমি ফিরে গেলাম নুরু কমান্ডারের কাছে। তিনি মুক্তিযোদ্ধাদের বললেন, নূরজাহান বেঁচে আছে। তোমরা কি কেউ নূরজাহানকে বিয়ে করবে? সে সময় কেউ আমাকে বিয়ে করতে সম্মত হয়নি। তাই কমান্ডার নিজেই বিয়ে করবেন বলে ঠিক করলেন। কিন্তু আমি তাকে পিতার মর্যাদা দিয়েছিলাম বলে আমিই বিয়ে করিনি। এর অনেক দিন পর আমার ফুপাতো ভাই বিয়ে করতে চেয়েও হলুদের পর যখন আমার যুদ্ধের কাহিনী জানতে পারল তখন আর বিয়ে করেনি আমাকে। দেশ স্বাধীন হওয়ার পর একটির পর একটি লাঞ্ছনা-গঞ্জনা আমার জীবনকে ছিঁড়েখুঁড়ে খেয়েছে। অপরিসীম দারিদ্র্যতা আর অপমানই আমার কপালে জুটেছে। অনেক পরে আবার নিজেকে বাঁচাবার জন্য একজন বৃদ্ধকে বিয়ে করেছিলাম। সেখানে একটি ছেলে হয়েছিল আমার। আজও সেই ছেলেকেও এই গঞ্জনা সহ্য করতে হচ্ছে।
এখানে লেখকের ভাষায় একটি কথা বলে শেষ করতে চাই। লেখক ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন বলেছেন, একজন নারী সারা জীবন তার সতীত্ব অক্ষুণ্ন রাখলেও যুদ্ধের মতো মহাদুর্যোগকালীন সময়ে সম্পূর্ণ নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন নির্যাতন করা হলো। কিন্তু এটা নিশ্চয়ই তার সতীত্বহানি বা সম্ভ্রমহানি নয়। এ বিষয়ে জাতিসংঘসহ বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি অভিন্ন এবং যুদ্ধে নির্যাতিতা নারী এমনকি যুদ্ধশিশুকেও সম্মানজনকভাবে স্বীকার করে নেয়া হয়। কিন্তু হায়রে বাঙালি! হায়রে প্রতিক্রিয়াশীল সমাজ! কানে সিসা দেয়া সমাজ এসব কিছুই যেন শুনতে পায় না। শুনলেও মনের গভীরে ধারণ করতে পারে না। পুরুষের মতোই নারীর ইজ্জত বা সম্ভ্রম নারী বা পুরুষের সম্পদ। মান-সম্মান ইজ্জত বা সম্ভ্রম আদান-প্রদান বা ক্রয়-বিক্রয় অযোগ্য। বিদ্যা শিক্ষা, রুচিবোধ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ব্যক্তিস্বাতন্ত্র্য বোধ, চিন্তা-চেতনার পরিসর বা ক্যানভাস, নৈতিকতা স্বভাব আচরণ, দক্ষতা, ইত্যাদি সবকিছু মিলে গড়ে উঠে নারী বা পুরুষের ইজ্জত বা সম্ভ্রম। অন্যায়ভাবে কাউকে নির্যাতনে তাদের সম্ভ্রম বা ইজ্জত মাটিতে মিশে যায় না। ভুল দৃষ্টিভঙ্গির কারণেও কাউকে নির্যাতন বা অবজ্ঞা-অবহেলা কিংবা অপদস্থ করলেও তার মান-সম্মান বা সম্ভ্রম এতটুকুও কমে না। সক্রেটিস, মহানবী হজরত মুহম্মদ (সা.) এদেশীয় নারী খনা কিম্বা ভিনদেশি জোয়ান অব আর্কের প্রতি জুলুম তাদের মান-সম্মান কমাতে পারেনি। তাই বলা যায়, শুধু নারী-পুরুষের বৈষম্যই এখানে একমাত্র বিষয় নয়, যার কারণে বীরাঙ্গনাদের প্রতি সুদৃষ্টির সৌরভ ছড়িয়ে দিতে বাংলাদেশের রক্ষণশীল সমাজও পুরোপুরি ব্যর্থ ছিল। বীরাঙ্গনাদের সে ব্যর্থতা আজ পুরোপুরি ঘুচিয়ে দিয়েছেন আপন মমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরুষদের মতো এসব নারীও বীর সেনানী। বীর মর্যাদায় আজ সমাসীন তারা।
কথাশিল্পী ও ডা. মুহাম্মদ সারোয়ার হোসেন প্রাসঙ্গিকভাবেই নিজস্বতার সাক্ষ্য রেখে নিখুঁতভাবে একেকটি চরিত্র উপস্থাপন করেছেন অত্যন্ত দরদ মাখিয়ে। অসাধারণভাবে বলে যাওয়ার ঢং ও ভঙ্গিমা অনন্যতার পরিচয় বহন করে। লেখকের গদ্য ভাষার বর্ণনায় আত্মিক সম্মিলনের খোঁজ মেলে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, গ্রন্থটি সম্পাদনা করেছেন বাংলাদেশের অন্যতম কথা সহিত্যিক এবং বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং প্রখ্যাত কথাশিল্পী বিমল গুহ। আশা করছি গ্রন্থটি কালের বিচারে বাংলা সাহিত্য এবং গবেষণা গ্রন্থ হিসেবে বিশেষ মর্যাদায় সমাসীন হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়