শেয়ারট্রিপ : অনলাইনে তারিখ পরিবর্তন ও রিফান্ড সেবা চালু

আগের সংবাদ

চিকিৎসা ব্যয়ে পিষ্ট রোগীরা : চিকিৎসায় রোগীর নিজস্ব ব্যয় প্রায় ৭০ শতাংশ, সবচেয়ে বেশি ব্যয় ওষুধ কিনতে- ৬৫ শতাংশ

পরের সংবাদ

ডিএসইতে সূচক বেড়েছে

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল ডিএসইতে ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ১২৩ কোটি ১৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গতকাল সিএসইতে ১৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দর বাড়ার শীর্ষে মুন্নু অ্যাগ্রো : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মুন্নু অ্যাগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেড। শেয়ারটির দর ৪৬ টাকা ৬০ পয়সা বা ৫.২৭ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯৩১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ৬৯ বারে ২৭ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার এন্ড লিমিটেড। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ৩১ টাকা ১০ পয়সা বা ৪.৯৩ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৬২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার ১ টাকা ৫০ পয়সা বা ৪.৫২ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল বীচ, ইস্টার্ণ হাউজিং, আনলিমা ইয়ার্ন, জেএমআই হসপিটাল, শাইনপুকুর সিরামিকস, এডিএন টেলিকম ও আল-হাজ টেক্সটাইল লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়