শেয়ারট্রিপ : অনলাইনে তারিখ পরিবর্তন ও রিফান্ড সেবা চালু

আগের সংবাদ

চিকিৎসা ব্যয়ে পিষ্ট রোগীরা : চিকিৎসায় রোগীর নিজস্ব ব্যয় প্রায় ৭০ শতাংশ, সবচেয়ে বেশি ব্যয় ওষুধ কিনতে- ৬৫ শতাংশ

পরের সংবাদ

কাশিয়ানীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি : কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের কাশিয়ানী উপজেলা হাসপাতাল, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার বিকালে ওই গ্রামের সাজ্জাদ মিনার সমর্থক আপন মিনাকে প্রতিপক্ষ আনিচুর রহমানের সমর্থক রউফ খাকি, তাইয়ুব খাকি ও রাজিব মিনা মারধর করেন। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে দুপক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা ও টেঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে সাজ্জাদ মিনা, মিটু মিনা, মুক্তি মিনা, নুর ইসলাম, বাহাদুর মিনা, সাহেব মিনা, ফায়েক মিনা, ফরিদ শেখ, অসীম সরদার, রিয়াদ শেখ, সবুজ মিনা, সালমা বেগম, আরমান, আকাশ মিনা, তুষার মিনা, সোহান, রকিবুল, রানা ও নিহাদসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতাল, গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী থানার ওসি মুহাম্মাদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়