ভারত মিয়ানমার থাইল্যান্ড : কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আগের সংবাদ

শুভ জন্মদিন পিতা

পরের সংবাদ

সাংস্কৃতিক উৎসবে বক্তারা : মানুষকে সজাগ ও সচেতন করে সংস্কৃতি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের আয়োজনে ৬ দিনব্যাপী অনুষ্ঠানমালার পঞ্চম দিনে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি গ্যালারি হলে অনুষ্ঠিত হলো নন্দিত কবিদের কবিতা পাঠের অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কবি অধ্যাপক ফাউজুল কবির। আবৃত্তিশিল্পী আশিক আরিফিনের সঞ্চালনায় কবিতা পাঠের উদ্বোধন করেন কবি খুরশীদ আনোয়ার। স্বাগত বক্তৃতা দেন উদযাপন পর্ষদের সদস্য আলী প্রয়াস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর সভ্যতা মূলত নদীকেন্দ্রিক। কর্ণফুলীও মানব সভ্যতার অংশ। যাকে ঘিরে গড়ে ওঠেছে হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি। এই নদী ও নদীভিত্তিক জনমানুষের জীবন সংগ্রামের অনুষঙ্গ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। কালের পরিক্রমায় সাংস্কৃতিক গৌরব ধন্য কর্ণফুলীর ঐতিহ্য আজ ¤øান হয়ে পড়ছে। কর্ণফুলী রক্ষায় সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের এখনই এগিয়ে আসতে হবে। সপ্তাহব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব মানুষকে সজাগ ও সচেতন করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন কবি আনন্দ মোহন রক্ষিত, ওমর কায়সার, আকতার হোসাইন, শুক্লা ইফতেখার, রিজোয়ান মাহমুদ, আবু মুসা চৌধুরী, হোসাইন কবির, খালেদ হামিদী, কামরুল হাসান বাদল, বিজন মজুমদার, সাঈদুল আরেফীন, পুলক পাল, শাহীন মাহমুদ, মুজিব রাহমান, শাওন পান্থ, অনুপমা অপরাজিতা, তাপস চক্রবর্তী, রেহেনা মাহমুদ, আরণ্যক টিটো, ফুয়াদ হাসান, রিমঝিম আহমেদ, সৈকত দে, নাফিক আবদুল্লাহ, আজিজ কাজল, মোরশেদুল আলম প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়