ভারত মিয়ানমার থাইল্যান্ড : কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আগের সংবাদ

শুভ জন্মদিন পিতা

পরের সংবাদ

রমজানে ‘মূল্যসন্ত্রাসী’দের বয়কটের ডাক ক্যাবের

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : রমজানে অবৈধ মজুতদার, কালোবাজারি, মূল্য সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়ে বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচি শুরু করেছেন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব চট্টগ্রামের নেতারা। আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি রোধসহ অন্যান্য দাবিতে বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচি শুরু করেছেন তারা। গতকাল বুধবার ক্যাব চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপ এর উদ্যোগে নগরীর কাজীর দেউরী বাজারে গণঅবস্থান ও বাজারভিত্তিক প্রচারণার শুভ সূচনা করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রামের সহসভাপতি আবদুর রাজ্জাক, ক্যাব মহানগরের সহসভাপতি হাজী আবু তাহের প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনার লকডডাউনপরবর্তী সময় থেকে নিত্যপণ্যের বাজারে ক্রমাগত ঊর্ধ্বগতিতে ১৮ কোটি মানুষের বৃহত্তর স্বার্থে অবিলম্বে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরো অভিযোগ করেন, নিত্যপণ্য মূল্যের বাজারে আগুন ও গুটিকয় অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকারের কালক্ষেপণ সব অর্জনকে ¤øান করে দিচ্ছে। আর এভাবে বিষয়টিকে অবজ্ঞার ফল দীর্ঘমেয়াদে সরকারের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। কতিপয় অসাধু ব্যবসায়ী সব সরকারের আমলে সরকারের কাঁধে ভর করে বিপুল অর্থ হাতিয়ে নেন। আবার ক্ষমতার পালাবদল হলে সাইনবোর্ড বদল করেন। তাদের কাছে আদর্শ কিছুই না, মানুষের রক্ত চুষে অর্থ লুণ্ঠনই মুখ্য।
তাই এ সমস্ত ব্যবসায়ীদের মিষ্টি কথায় না ভিজে সাধারণ মানুষের কল্যাণে কিছু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ক্যাব চট্টগ্রামের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ২২টি বাজারে পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি রোধ, অবৈধ মজুতদার, কালোবাজারি, মূল্য সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট ও ইফতারে ভাজাপোড়া বাদ দিয়ে খিচুরি খাওয়ার আহ্বান জানিয়ে বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচি পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়