ভারত মিয়ানমার থাইল্যান্ড : কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আগের সংবাদ

শুভ জন্মদিন পিতা

পরের সংবাদ

মুগদা মেডিকেল কলেজ : শেষ হলো ৭ মার্চ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহ

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সপ্তাহের আয়োজন করেছিল মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। গতকাল বুধবার হাসপাতাল অডিটোরিয়ামে এ কর্মসূচির সমাপনী ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। ডা. আবু সাঈদ মো. শিমুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান, স্বাচিপের মুগদা মেডিকেল শাখার সভাপতি ডা. পলাশ দেবনাথ, সাধারণ সম্পাদক ডা. দোস্ত মো. লুৎফর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আহসানুল হক এবং আয়োজনের প্রধান সমন্বয়কারী ও আয়োজক কমিটির আহ্বায়ক ডা. এন সি নাথ।
সপ্তাহব্যাপী নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পরবর্তীতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কৃত করা হবে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়