ভারত মিয়ানমার থাইল্যান্ড : কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আগের সংবাদ

শুভ জন্মদিন পিতা

পরের সংবাদ

‘মিশন হান্টডাউন’এ তারা

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : এফ এস নাঈম ছোট পর্দায় অভিনয় করেছেন নিয়মিত। পরে ওটিটিতে অভিষেক হয় তার। তারপর থেকেই ওটিটির দারুণ সব কনটেন্টে নিয়মিত তিনি। হইচইয়ের ‘কারাগার’ সিরিজে নিজের অভিনয়ের স্বাক্ষর রেখেছেন তিনি। সেই সিরিজে সাপোর্টিং চরিত্র হলেও তবে এবার তিনি এসেছেন প্রধান চরিত্রাভিনেতা হিসেবে। সিরিজটির নাম ‘মিশন হান্টডাউন’। তবে এই সিরিজে তিনি তার সহশিল্পী হিসেবে পেয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। এই দুজন প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন হইচই-এর নতুন ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ। এরই মধ্যে চরিত্রগুলোর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সিরিজে ‘মাহিদ’ চরিত্রে এফ এস নাঈম এবং ‘নীরা’ চরিত্রে বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে। সিরিজের গল্প প্রসঙ্গে জানা যায়, মাহিদকে দেখা যাবে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের অতিরিক্ত এসপি হিসেবে। এই মাহিদের ক্যারিয়ারের একটি কালো অধ্যায়ের সূচনা হয় যখন তার হেফাজতে থাকা এক জঙ্গি দুর্ঘটনাক্রমে নিহত হয়। ঘটনাক্রমে এর কিছুদিন পর সেই জঙ্গিকে নীরা নামে এক নারী তার নিখোঁজ স্বামী বলে দাবি করে মাহিদের কাছে। এরপর মাহিদ ও নীরা একসঙ্গে এর পেছনের আসল রহস্য খুঁজে বের করার একটি মিশন শুরু করে। অবশেষে তারা একটি দুর্ধর্ষ জঙ্গি হামলার পরিকল্পনা জানতে পারে। কারগার ১ ও ২ পার্টে নাঈমকে হইচই-তে দেখা গেলেও বিদ্যা সিনহা মিম প্রথমবার এসেছেন এই প্ল্যাটফর্মে। ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মিশন হান্টডাউন’র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়