ভারত মিয়ানমার থাইল্যান্ড : কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আগের সংবাদ

শুভ জন্মদিন পিতা

পরের সংবাদ

কাঠালিয়ায় সংবাদ সম্মেলন : চুরির অপবাদে মারধরের বিচার চান ব্যবসায়ী

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া বন্দরে চুরির অপবাদ দিয়ে এক ব্যবসায়ীকে দুই দফায় মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালী রাসেল গোলদারসহ তার দলবল মোটর চুরির অপবাদ দিয়ে স্থানীয় ব্যবসায়ী হাছিবুর রহমানকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী হাছিবুর রহমান সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন। গতকাল বুধবার দুপুরে কাঠালিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাছিবুর বলেন, গত ৯ মার্চ প্রতিবেশী নাইম গাজীর কাছে আমাদের ব্যবহৃত অকেজো একটি মোটর এক হাজার ৩০০ টাকায় বিক্রি করি। ১০ মার্চ রাতে মো. রাসেল গোলদার, সুজন গোলদার, সোহেল গোলদার, জসিম গোলদার ও মামুন হোসেন মোটরটি তাদের দাবি করে আমাকে মারধর করে এবং আমার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মোটরটি নিয়ে যায়। এর ঘণ্টাখানেক পরে মোটরটির নেইমপ্লেট পরিবর্তন করে ক্রেতা নাইম গাজীকে ফেরত দেয়া হয়। বিষয়টি স্থানীয় এক সাংবাদিকের কাছে জানালে ১৪ মার্চ পুনরায় আমাকে মারধর করে হানিফ মোল্লা ও ছেলে সোহেল মোল্লাসহ তার দলবল। এ সময় আমার পরিবারকে শাসানো হয়। এ ব্যাপারে ইউপি সদস্য মো. কবির গোলদার জানান, হাছিবুর রহমান চোর না, তিনি মোটর চুরি করেননি। এরপরেও প্রভাবশালী মহল চুরির অপবাদে তাকে মারধর করে ও তার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়