ভারত মিয়ানমার থাইল্যান্ড : কানেক্টিভিটি প্রকল্পে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ

আগের সংবাদ

শুভ জন্মদিন পিতা

পরের সংবাদ

ইস্টার্ন ইউনিভার্সিটি : ড. সহিদ আকতার হুসাইন আবারো উপাচার্য

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনকে ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য। এর আগে ড. সহিদ আকতার হুসাইন ২০১৮ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ইস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য ছিলেন। তিনি ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘টেকসই উন্নয়ন’ বিষয়ে পিএইচডি ডিগ্রি এবং যুক্তরাজ্যের অ্যাভার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। বিজ্ঞপ্তি

অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, প্রভোস্ট, সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়