শাহজালাল বিমানবন্দর : মশা নিয়ন্ত্রণের বিষয়ে তিনজনের মতামত চান হাইকোর্ট

আগের সংবাদ

ফের ‘ভেরিফিকেশন’ নাটক! : মিয়ানমার থেকে আসা ১৭ সদস্যের প্রতিনিধিদল টেকনাফে

পরের সংবাদ

দশমিনায় পলো দিয়ে মাছ ধরার উৎসব

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : দশমিনা উপজেলা সদরের খালে পলো দিয়ে মাছ ধরার উৎসব শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের খাল থেকে দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মাছ ধরার উৎসব চলে।
প্রতি বছর ১৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত তিন দিন এলাকার বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ পলো দিয়ে মাছ ধরা উৎসবে অংশ নেয়।
স্থানীয় সমাজকর্মী পিএম রায়হান বাদল বলেন, পলো দিয়ে খালে মাছ ধরার থেকেও উৎসব বেশি হয়। মাছ ধরায় অংশ নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বলেন, শুধু মাছ ধরা নয়, এলাকার শত শত মানুষ এটাকে আনন্দ হিসেবে গ্রহন করে।
দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হোসাইন বলেন, কমপক্ষে এক সপ্তাহ আগে এলাকার মানুষকে মাছ ধরায় অংশ নিতে দাওয়াত দেয়া হয়।
এই সময়ের মধ্যে তারা পুরাতন পলো ঠিক করেন আবার অনেকে নতুন পলো কিনে মাছ ধরা উৎসবে অংশ নেন। পলো দিয়ে যে বেশি মাছ ধরতে পারেন তাকে পুরস্কৃত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়