চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আগের সংবাদ

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা : সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে > ঘাটতি থাকবে ৩ হাজার মেগাওয়াট

পরের সংবাদ

মানববন্ধনে বক্তারা : জাতীয়করণ ছাড়া মাধ্যমিক শিক্ষার উন্নয়ন অসম্ভব

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে উপপরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম স্মারকলিপি গ্রহণ করেন।
সংগঠনের আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি রনজিৎ কুমার নাথ, আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর সভাপতি নুরুল হক ছিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস চক্রবর্ত্তী, উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন, সংগঠনের যুগ্ম সম্পাদকের সঞ্চালনায় জেলা ও উপজেলা নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন আ ক ম শহীদুল্লাহ মানিক, শ্যামল দে, ফরিদা বেগম, কাঞ্চন বিশ্বাস, ফিরোজ চৌধুরী, সুভাষ সরকার, দুল গাফ্ফার, অজিত ধর ও ভানু রানী দে প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার প্রায় ৯৫ শতাংশ পরিচালিত হয় বেসরকারি শিক্ষক-কর্মচারী দিয়ে। একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে পাহাড়সম বৈষম্য। এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫শ’ চিকিৎসা পান। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে প্রদান করা হয়। ইউনেস্কো ও আইএলও এর সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ অথবা ডিডিপির ৬ শতাংশ বরাদ্দের কথা উল্লেখ থাকলেও ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের ১১ দশমিক ৯২ শতাংশ অথবা জিডিপির ২ শতাংশেরও কম বরাদ্দ রাখা হয়। নেতাকর্মীরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে একটি যুদ্ধবিধ্বস্ত দেশে প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২৬ হাজার বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কাছে সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়