চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আগের সংবাদ

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা : সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে > ঘাটতি থাকবে ৩ হাজার মেগাওয়াট

পরের সংবাদ

নওগাঁয় হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় হত্যা মামলায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে বলে জানা গেছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এজাহারকারী মো. মাসুদ রানার শ্বশুর মোশারফ হোসেন ২০১১ সালের ৯ জানুয়ারি সকালে গ্রামের মাঠে গরুকে ঘাস খাওয়াচ্ছিল। আসামি মিজানুর রহমানের ২ বোনকে কামদেবপুর শালবাড়ি গ্রামে বিয়ে দেয়ায় এবং উক্ত গ্রামে জমি বর্গা চাষাবাদ করার সুবাদে তাদের সঙ্গে পরিচয় হয়। এজাহারকারীর শ্বশুর গরু চরানোর সময় আসামি মিজানুর রহমান পূর্ব শত্রæতাবশত তর্কবিতর্কের এক পর্যায়ে কোদাল দিয়ে উপর্যুুপরি মাথায় আঘাত করতে থাকে। গ্রামের জরিনা বিষয়টি দেখে নিহতের পরিবারকে জানায়। তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত জখম অবস্থায় লাশ দেখতে পান।
আসামি মিজানুর রহমান কোদাল হাতে পালিয়ে যাচ্ছিল। স্থানীয়রা কোদালসহ মিজানুরকে আটক করেন। উত্তেজিত জনতা উক্ত মিজানুর রহমানকে গণধোলাই দেন।

এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে ওই দিনই নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি মো. আব্দুল বাকী এবং আসামির পক্ষের কৌঁসুলি ছিলেন মো. সিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়