চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আগের সংবাদ

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা : সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে > ঘাটতি থাকবে ৩ হাজার মেগাওয়াট

পরের সংবাদ

নওগাঁর মান্দা : নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী প্রামাণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের কাছে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান। আটক ইয়াছিন আলী উপজেলার ১০নং নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সূরা সদস্য।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি উপজেলার নুরুল্যাবাদ ইউপির হাজি পাড়ার একটি মসজিদে জামায়াত শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় সংবাদে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করেছিলেন। পুলিশের অভিযানকালে ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী টের পেয়ে কৌশলে সঠকে পড়েন।
পরে আদালতের জামিন নিয়ে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। উচ্চ আদালতের জামিনের সময়সীমা শেষ হলে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে, জামিন না মঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়