চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আগের সংবাদ

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা : সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে > ঘাটতি থাকবে ৩ হাজার মেগাওয়াট

পরের সংবাদ

জাতীয়করণের দাবিতে বিটিএর মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : জাতীয়করণ চান বেসরকারি শিক্ষকরা। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির ২৮ বছর পরও বৈষম্যের শিকার হচ্ছেন দাবি করে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষকরা।
গতকাল সোমবার দুপুর ১২টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৮ বছর আগে ১৯৯৪ সালে যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, ধর্মঘট চলছিল, তখন বর্তমান প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলীয় নেত্রী সেখানে গিয়ে বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ তথা আমি যদি ক্ষমতায় যাই, তাহলে বেসরকারি শিক্ষদের জাতীয়করণ করব।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ ২৮ বছর অতিক্রান্ত হয়েছে, এরই মাঝে সেই বিরোধী দলীয় নেত্রী কয়েক বার সরকারে এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরও আমরা বেসরকারি শিক্ষকরা সেই বৈষম্যের হাত থেকে মুক্তি পাই নাই। শিক্ষক নেতারা বলেন, সময়ে সময়ে আমাদের পথ চলার প্রশ্নে বর্তমান প্রধানমন্ত্রী কিছুটা অনুদান বৃদ্ধি করেছেন, যা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। বৈষম্যের যাতাকলে পৃষ্ট হয়ে সেই ২৮ বছরের যন্ত্রণা নিয়ে আজও বেসরকারি শিক্ষকদের রাস্তায় দাঁড়াতে হয়, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে হয়। মাথার ঘাম পায়ে ফেলে আমরা শিক্ষার্থীদের শিক্ষা দেই। কিন্তু আমরা শ্রম অনুযায়ী পারিশ্রমিক পাই না।
চাকরি করেও আমাদের অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হয়। আমরা আর্থিক নিরাপত্তাসহ আমাদের প্রাপ্য সম্মান চাই। এজন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোনো বিকল্প নেই। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই নায্য দাবি মেনে নিয়ে শিক্ষক হিসেবে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করবেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিটি (বিটিএ) নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাসেম, বিটিএ নোয়াখালীর সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর, বিটিএ নোয়াখালীর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বিটিএ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এ.বি.এম আবদুল আলীম, বিটিএ নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।
নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা। মানববন্ধনে জেলার ৯টি উপজেলা থেকে বেসরকারি শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়