চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আগের সংবাদ

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা : সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে > ঘাটতি থাকবে ৩ হাজার মেগাওয়াট

পরের সংবাদ

গজারিয়ায় স্টিল কারখানায় ফের শ্রমিক নিহত

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত সাবেক (ম্যাগনাম স্টিল মিলস) নামে একটি স্টিল কারখানায় ফের দুর্ঘটনায় মো. শাহীন দেওয়ান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন পুরান বাউশিয়া এলাকায় গড়ে ওঠা আকিজ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শাহীন দেওয়ান গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের মৃত আব্দুল বারেক দেওয়ানের ছেলে। সে পুরান বাউশিয়া এলাকায় ঘরে ওঠা আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় সেখানে। খবর পেয়ে কারখানায় আসে পুলিশ। অন্য শ্রমিকদের বরাত দিয়ে নিহত মো. শাহীন দেওয়ানের ভাতিজা শুভ দেওয়ান বলেন, তিন সন্তানের জনক আমার চাচা শাহীন দেওয়ান। সে স্টিল মিলে ডেলিভারি সেকশনে কাজ করতেন। সোমবার সকালে কাজ করার সময় স্টিল মিলে ভেতর স্তূপ করে রাখা রড চাচা শাহীনের উপর পড়ে। এ সময় ঘটনার স্থলেই সে মারা যায়। এদিকে শ্রমিক নিহতের বিষয়ে বারবার চেষ্টা করেও আকিজ ইস্পাত কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর ক্রেন থেকে ম্যাগনেট পড়ে আবুল কালাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর সুরক্ষা নিয়ে সরব হয়েছিলেন শ্রমিকরা। কর্তৃপক্ষের গাফিলতির জেরেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ কারখানার শ্রমিকদের। অভিযোগ একের পর এক দুর্ঘটনা ঘটলেও ঠিকা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে তেমন কোনো ভূমিকা নেয়নি ইস্পাত কর্তৃপক্ষ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা সোয়েব আলী বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়