চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আগের সংবাদ

গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা : সেচের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে > ঘাটতি থাকবে ৩ হাজার মেগাওয়াট

পরের সংবাদ

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে পথচারী নিহত

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী রেলগেটের পশ্চিমপাশে মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান আলী (৫২) ঈশ্বরদী সরকারি খাদ্য গুদামের নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি পাবনার আমিনপুর থানার ঘোকসেলুনদা গ্রমের মৃত আজাহার আলীর ছেলে। খাদ্য গুদামের কোয়াটারে বসবাস করতেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেলগেটের পশ্চিম পাশে মালেকের চা দোকান থেকে ফিরছিলেন শাহজাহান আলী। অসাবধানতাবশত মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ঈশ্বরদী সরকারি খাদ্য গুদামের কর্মচারী জাহাঙ্গীর হোসেন বলেন, শাহজাহান আলী দীর্ঘদিন ধরে এখানে কর্মরত ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। কয়েক দিন আগে একটি অপারেশন করিয়েছেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মিহির রঞ্জন দেব জানান, শাহজাহান আলীর মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়