মাদ্রাসা কর্মচারীর কাণ্ড : জাতীয় পরিচয়পত্র ও এমপিওতে ভিন্ন তারিখ!

আগের সংবাদ

যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

পরের সংবাদ

সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মাড়িয়ালা হাই স্কুল সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। সড়কটির সংস্কার কাজ করার জন্য ভুক্তভোগী এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেট থেকে হাজরাখালী খেয়াঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়কটি এলাকাবাসীর জন্য খুবই জনগুরুত্বপূর্ণ। হাজরাখালী খেয়া পার হয়ে পার্শ্ববর্তী খাজরা, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়ন ও কয়রা উপজেলার একাংশের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। বিশেষ করে মাড়িয়ালা মৎস্য সেটে মাছ ক্রয়-বিক্রয়ের জন্য বেশির ভাগ মানুষ যাতায়াত করে থাকে।
এছাড়া মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের এ পথেই যাতায়াত করতে হয়। কিন্তু বিগত দিনে জলোচ্ছ¡াস ও ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে কয়েকবার প্লাবিত হয়ে যাওয়ায় সড়কটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে সংস্কার কাজ করা হলেও ক্রমে পানির চাপ ও সংস্কার না হওয়ায় যানবাহনের চাপে সড়কটি বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে এবং সড়কের দুরাবস্থার কারণে অনেক যানবাহন সড়কে ঢুকতে পারছে না। সড়ক ব্যবহারকারী এবং এলাকার মানুষ দ্রুত সড়কটি সংস্কার ও পিচ ঢালাইয়ের কাজ করার ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
আশাশুনি উপজেলা প্রকৌশলী নাজিমুল ইসলাম বলেন, সড়কটির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। যত দ্রুত সম্ভব সংস্কারের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়