মাদ্রাসা কর্মচারীর কাণ্ড : জাতীয় পরিচয়পত্র ও এমপিওতে ভিন্ন তারিখ!

আগের সংবাদ

যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

পরের সংবাদ

সুস্মিতার পাশে সাবেক প্রেমিক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : বিচ্ছেদ হয়েছে আগেই, তারপরও বরাবর সুস্মিতার পাশেই থেকেছেন রোহমান শল। সম্প্রতি সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের পরও তার পাশে ছিলেন রোমান। কয়েকদিন আগেই নানাবতী হাসপাতালে অভিনেত্রীকে চেকআপে নিয়ে যেতে দেখা গিয়েছিল রোমানকে। আর অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ১৫ দিন হওয়ার আগেই ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে শো স্টপার হয়ে হেঁটেছেন সুস্মিতা, সেখানেও তাকে একা ছাড়েননি রোমান। ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্প ওয়াক শেষ করে ফেরার সময় সুস্মিতার পাশে পাশে থাকতে দেখা যায় রোহমানকে। এদিন রোমানকে কালো টি-শার্ট আর সাদা ব্লেজারে দেখা যায়। অসুস্থতা সত্ত্বেও অনুরাগীরা সুস্মিতার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি তাদের ফিরিয়ে দেননি। হাসিমুখে ছবি তুলেছেন। এক অনুরাগী তাকে বলেন, ‘আপনি ভীষণই শক্তপোক্ত, দৃঢ় একজন মানুষ।’ উত্তরে সাবেক মিস ইউনিভার্স তখন বলেন, ‘আমার সঙ্গে আসলে অনেক মানুষের আশীর্বাদ আছে।’ ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিনে ডিজাইনার অনুশ্রী রেড্ডির ডিজাইন করা হলুদ লেহেঙ্গায় র‌্যাম্পে হাঁটেন সুস্মিতা। সাবেক মিস ইউনিভার্স, অভিনেত্রী সুস্মিতা ডিজাইনার অনুশ্রীর উদ্দেশে বলেন, ‘আমি সত্যিই ভীষণ খুশি। অনুশ্রীকে ধন্যবাদ যে ও আমাকে শোস্টপার করার সাহস করেছে। মনে বেশির ভাগ মানুষেরই এমন হওয়া উচিত। এটা ভালো সময় নয়। আমি সমস্ত নারীর উদ্দেশে বলছি… যখন আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং সবচেয়ে কঠিন সময়েও সেরাটা বের করি, সেটা সুন্দর হয়।’ সুস্মিতা সেন গত ২ মার্চ প্রথমবার সোশ্যাল মিডিয়ায় জানান, দুদিন আগেই তার হার্টঅ্যাটাক হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, স্টেন্ট বসেছে। আচমকা এমন খবরে সবাই হতবাক হয়েছিলেন। সুস্মিতা জানান তার প্রধান ধমনিগুলোর একটির ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। তবে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ৭ দিন পর চিকিৎসকদের অনুমতি নিয়ে শরীরচর্চা শুরু করেন সুস্মিতা, আবার কাজেও ফিরেছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়