মাদ্রাসা কর্মচারীর কাণ্ড : জাতীয় পরিচয়পত্র ও এমপিওতে ভিন্ন তারিখ!

আগের সংবাদ

যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

পরের সংবাদ

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেস্ট গ্রস ক্যাটাগরিতে পুরস্কৃত

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গাজীপুর ক্যান্টনমেন্টের বিওএফ গলফ ক্লাবের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাভার গলফ ক্লাবে অনুষ্ঠিত ওয়েস্টার্র্ন ইঞ্জিনিয়ারিং কাপ গলফ টুর্নামেন্টে বেস্ট গ্রস ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন। গত শনিবার ১১ মার্চ সাভার গলফ ক্লাবে তিনদিন ব্যাপী এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাভার ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক মো. বশির আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে দেশি-বিদেশিসহ মোট ৩৮৮ জন গলফার অংশ গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে সাভার ক্যান্টনমেন্টের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশি-বিদেশি গলফারগণও ঊপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ নিয়মিত গলফ খেলার জন্য সকলকে উদ্ধুদ্ধ করেন। তিনি আরও বলেন যে, গলফ খেলা স্বাস্থ্যসম্মত জীবন যাপন ও নৈতিক শিক্ষার উন্নয়নে সহায়তা করে থাকে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়