মাদ্রাসা কর্মচারীর কাণ্ড : জাতীয় পরিচয়পত্র ও এমপিওতে ভিন্ন তারিখ!

আগের সংবাদ

যে কারণে দলে নেই মাহমুদউল্লাহ

পরের সংবাদ

ওয়ান ব্যাংক ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে চুক্তি স¦াক্ষর

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ওয়ান ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক অনলাইন পোস্ট পেইড বিল সংগ্রহ পরিষেবা সম্পর্কিত একটি চুক্তি স¦াক্ষর অনুষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর প্রধান কার্যালয় এ অনুষ্ঠিত হয়। ওয়ান ব্যাংক লিমিটেডের অতিরিক্ত উপ ব্যবস্থাপনা পরিচালক এবিএম সাইফ সারওয়ার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব মো. আব্দুল হাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, ওয়ান ব্যাংক লিমিটেড অনলাইন প্ল্যাটফর্ম এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের কাছ থেকে বিআরইবি এর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ভিত্তিক অনলাইন পোস্ট পেইড বিল সংগ্রহ করতে পারবে। অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাস, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. হোসেন পাটোয়ারী, পরিচালক, আর্থিক মনিটরিং (দক্ষিণাঞ্চল) পরিদপ্তর এবং ওয়ান ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট, করপোরেট লাইবিলিটি মার্কেটিং ও ক্যাশ ম্যানেজমেন্ট এর ইনচার্জ মিসেস আসমা নুরজাহান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়