অর্থনৈতিক অঞ্চলে সৌদিকে জমির প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগের সংবাদ

চিকিৎসা গবেষণায় আগ্রহ কম : বরাদ্দ, অবকাঠামো সীমিত > প্রণোদনা স্বল্পতা > প্রাইভেট প্র্যাকটিসে মনোযোগ বেশি

পরের সংবাদ

সংবাদ সম্মেলনে শিল্প প্রতিমন্ত্রী : মনিপুর স্কুল নিয়ে কোর্টের রায় মেনে নেয়ার আহ্বান

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। বিবদমান দুইপক্ষ পাল্টাপাল্টি ছুটিও ঘোষণা করেছে। সেই সংকট নিরসনে এবার সংবাদ সম্মেলনে এলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সাবেক সভাপতি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সংবাদ সম্মেলনে তিনি আদালতের রায় মেনে নিয়ে জাকির হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের কথা বলছেন। গতকাল শনিবার বিকালে মনিপুর স্কুলের রূপনগর শাখায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্কুলের বিভিন্ন শাখার পরিচালনা পরিষদের সদস্য, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে রায় দিয়েছেন আমরা প্রতিপালন করব। স্কুলের প্রবীণ শিক্ষক জাকির হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আমরা মনিপুর স্কুলের শিক্ষকদের এমপিও বাতিল করেছিলাম একটি মহৎ উদ্দেশ্যে। আমরা শিক্ষকদের বেতনের অংশ গরিব-দুঃখীদের বা কোনো একটি সংস্থায় দিয়ে দিতে বলেছিলাম। তবে এখন আমরা আমাদের শিক্ষকদের এমপিওভুক্তি চাই।
মনিপুর স্কুলে শিক্ষার্থীদের জিম্মি করে টিউশন ফি আদায়ের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে কামাল আহমেদ মজুমদার বলেন, আমরা প্রথমে একটি ব্যাংক থেকে ১০ কোটি টাকা এবং পরে আরও ৪০ কোটি টাকা নিয়ে বিভিন্ন একাডেমিক ভবন নির্মাণ করেছি। কাজেই জিম্মি করে ফি আদায়ের কোনো প্রশ্নই আসে না।
তিনি বলেন, রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিষ্ঠানের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৮০০ শিক্ষক কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে রয়েছেন। এই অচলাবস্থা দূর করতে এবং মনিপুর স্কুল রক্ষায় সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।

এ দিকে নিয়মবহির্ভূত ৫ দিন স্কুল বন্ধ রাখার নোটিস দেয়ায় স্কুলের ম্যানেজিং কমিটির অস্থায়ী সভাপতি এ কে এম দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিস দেয় শিক্ষা বোর্ড। এতে তিন কর্ম দিবসের মধ্যে কেন তাকে অব্যাহতি দেয়া হবে না এ মর্মে শোকজ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়