অর্থনৈতিক অঞ্চলে সৌদিকে জমির প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগের সংবাদ

চিকিৎসা গবেষণায় আগ্রহ কম : বরাদ্দ, অবকাঠামো সীমিত > প্রণোদনা স্বল্পতা > প্রাইভেট প্র্যাকটিসে মনোযোগ বেশি

পরের সংবাদ

বিডব্লিউআইটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বর্তমানে তথ্যপ্রযুক্তির প্রায় সবখাতেই রয়েছে নারীর শক্তিশালী অংশগ্রহণ। নেতস্থানীয় পর্যায়গুলোতেও জায়গা করে নিচ্ছে নারীরা। বর্তমানে তথ্যপ্রযুক্তিতে তাদের অংশগ্রহণ অন্য যেকোন সময়ে তুলনায় বেশি। আর এই অর্জনের পেছনে রয়েছে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাগ্র ইচ্ছা এবং একযুগ আগে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে একজন নারী ও একজন পুরুষকে নিয়ে অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনের উদ্যোগ। তবে এখানেই থামা নয় আরো এগিয়ে যেতে হবে, নিজেদের দক্ষতায় ব্যবহার করে কাজে লাগাতে হবে প্রযুক্তি খাতের প্রতিটি সুযোগ ৬ মার্চ গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক নারী দিবস পালন ও বাংলাদেশ উইম্যান ইন টেকনোলজি (বিডব্লিউআইটি)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি মি. ব্রায়ান সিলার, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, আইএসপিএবির সভাপতি এমদাদুল হক, বাক্কোর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার। নবনির্বাচিত কমিটির পক্ষ হতে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি রেজওয়ানা খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়