পার্বত্য শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার

আগের সংবাদ

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিদেশিদের বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

‘ভোলা’ নিয়ে আসছেন অজয়

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেল অজয় দেবগণ পরিচালিত এবং অভিনীত ‘ভোলা’র ট্রেলার। কেমন হবে ‘ভোলা’র জগৎ, তার আভাস মিলেছিল টিজারে, এবার সেই ছবিটা আরো স্পষ্ট হলো। ছবির পরতে পরতে রহস্য আর রোমাঞ্চ সঙ্গে মারকাটারি অ্যাকশনের দৃশ্য। রাশভারী অজয়কে সব ফ্রেমেই নজরকাড়া, যদিও দুঁদে পুলিশের চরিত্রে ফের একবার লাইমলাইট কাড়লেন টাবু। কিন্তু এই দুই তারকাকে ছাপিয়ে গেলেন ছবির খলনায়ক দীপক ডোব্রিয়াল। ‘ভোলা’র সবচেয়ে বড় সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছেন তিনি। ট্রেলারের শুরুতেই রয়েছে ‘কয়েদি’ অজয় এবং টাবুর কথোপকথন। জেলবন্দি অজয়কে পুলিশের হয়ে কাজ করার প্রস্তাব দেন টাবু। শুরুতে রাজি না হলেও শেষে টাবুর অফারে সম্মতি জানান অজয়। ট্রেলার জুড়ে ত্রিশূল হাতে শত্রæ-নিধন করতে দেখা গেল অজয়কে। তামিল চলচ্চিত্র কাইথির (২০১৯) রিমেক ‘ভোলা’। এই ছবি জুড়ে রয়েছে একের পর এক সিটি-মার ডায়ালগ। ছবির ট্রেলার শেয়ার করে এদিন অজয় ছবির সংলাপ ধার করে লেখেন, ‘লড়াই জিততে আত্মবিশাস দরকার, এর জন্য সংখ্যা, শক্তি আর হাতিয়ারের দরকার নেই’। খাঁকি উর্দিতে মহিলা ও পুরুষের মধ্যে কোনো ফারাক নেই, বিশ্বাস অজয়ের। অন্যদিকে টাবুর কথায়, ‘বন্দুক নিয়ে চাকরি করি, গুলি তো খেতেই হবে’। ট্রেলার জুড়ে ত্রিশূল হাতে শত্রæদের মোকাবিলা করতে দেখা গেল অজয় দেবগণকে। এই ছবিতে অজয়-টাবু-দীপক ছাড়াও দেখা মিলবে সঞ্জয় মিশ্রা, মরকন্দ দেশপাণ্ডে, কিরণ কুমার, রাই ল²ী, আমলা পলরা। পরিচালক হিসেবে এটা অজয়ের চার নম্বর ছবি, এর আগে তিনি বানিয়েছেন ইউ মি অর হাম (২০০৮), শিবায় (২০১৬), রানওয়ে ৩৪ (২০২২)। আগামী ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর সঙ্গে থিয়েটারে প্রদর্শিত হবে ‘ভোলা’র ট্রেলার। দৃশ্যম ২-এর ব্যাপক সাফল্যের পর অজয়ের ‘ভোলা’ ঘিরেও প্রত্যাশার পারদ তুঙ্গে। হ মেলা ডেস্ক
পরিচালক অজয় বক্স অফিসে হিট ছবি দিতে ব্যর্থ হয়েছেন, ‘ভোলা’র সঙ্গে সেই দুর্নাম ঘোচাতে পারবেন অভিনেতা? সেটাই এখন দেখবার!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়