পার্বত্য শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার

আগের সংবাদ

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিদেশিদের বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

এশিয়ায় ঝোঁক নেটফ্লিক্সের

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এশিয়ার কন্টেন্টের প্রতি নেটফ্লিক্সের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। আর তাই এশিয়ার কন্টেন্টের পেছনে ১৫ শতাংশ খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। গেøাবাল স্ট্রিমিং অপারেশন নেটফ্লিক্স চলতি বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের লোকাল কন্টেন্টের জন্য ১.৯ বিলিয়ন ডলার খরচ করার পূর্বাভাস দিয়েছে। আগের বছরের থেকে এই বরাদ্দ ১৫ শতাংশ বেশি। এই অঞ্চল থেকে নেটফ্লিক্সের আয় ১২ শতাংশ বেড়েছে, তাই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুর-ভিত্তিক গবেষণা ও বিশ্লেষণ সংস্থার মতে, নেটফ্লিক্সের রেভিনিউ বাড়াতে হলে অস্ট্রেলিয়ার মার্কেটে বিজ্ঞাপনে জোর দিতে হবে এবং জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, ফিলিপাইনস ও থাইল্যান্ডের কন্টেন্টের পেছনে খরচ বাড়াতে হবে। নেটফ্লিক্স এখন পৃথিবীর সবচেয়ে বড় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস। প্রায় সব ধরনের সিনেমা আর টিভি শোয়ের পাশাপাশি নেটফ্লিক্সের নিজস্ব কন্টেন্টগুলোও ব্যাপক জনপ্রিয়। এশিয়াসহ পুরো বিশ্বের মানুষ এখন বড় পর্দার বদলে ঝুঁকেছে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়