পার্বত্য শান্তি চুক্তি পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার

আগের সংবাদ

‘বাংলাদেশ বিজনেস সামিট’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী : সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিদেশিদের বিনিয়োগের আহ্বান

পরের সংবাদ

উত্তরপত্র পুনর্নিরীক্ষণ : এইচএসসিতে ফেল থেকে পাস ৭৬ শিক্ষার্থী

প্রকাশিত: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন ২০২২ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ৭৬ জন শিক্ষার্থী ফেল থেকে কৃতকার্য হয়েছেন। নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন শিক্ষার্থী। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন জমা নেয়া হয়। ১২ হাজার ২৩ শিক্ষার্থী ৩৯ হাজার ৪৪টি বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এর মধ্যে ৭৭৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৭৬ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ শিক্ষার্থী। আর জিপিএ বেড়েছেন ৩৫৭ জনের। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সারাদেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ২৫১ জন ছাত্র-ছাত্রী অংশ নেন। পাস করেছেন ৮৯ হাজার ৬২ জন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যা ৯৯ হাজার ৬২৮ জন। পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছেন, জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছেন। ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৯২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৪ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০৬ জন ছাত্রী। তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯১ দশমিক ৩০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৮৩ শতাংশ এবং মানবিকে পাস করেছেন ৭৩ দশমিক ৩ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়