কাতার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : প্রবাসে অপরাধে জড়ালে দায় নেবে না সরকার, দালালের মাধ্যমে কেউ বিদেশমুখী হবেন না

আগের সংবাদ

বিপর্যয় সামালের সক্ষমতা কম : ইঞ্জিনিয়ার ও প্যারামেডিকেল টিম নেই, প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জাম

পরের সংবাদ

রামপুরায় ভবনের ছাদে আগুন নিহত ১

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর রামপুরার উলন রোডের একটি পাঁচ তলা ভবনের ছাদে টিনশেড ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এ দুর্ঘটনায় দিপু নামের একজন মারা গেছেন।
মৃত দিপু মানসিক রোগী ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিউটি অফিসার এরশাদ জানান, গতকাল রাত পৌনে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পান তারা। এরপর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
উলন রোড পলাশবাগের পাশে মাদারল্যান্ড স্কুলের পাঁচতলা ভবনের ছাদে একটি টিনশেডের কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। কক্ষের ভেতরে থাকা দিপু নামে একজন আগুনে পুড়ে মারা যান। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। এলাকাবাসী জানান, নিহত দিপু ওই বাড়ির মালিকের ছেলে। তিনি মানসিক রোগী। ঘটনার সময় তিনি ছাদেই ছিলেন। তার সঙ্গে থাকা একটি কুকুরও পুড়ে মারা গেছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়