কাতার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : প্রবাসে অপরাধে জড়ালে দায় নেবে না সরকার, দালালের মাধ্যমে কেউ বিদেশমুখী হবেন না

আগের সংবাদ

বিপর্যয় সামালের সক্ষমতা কম : ইঞ্জিনিয়ার ও প্যারামেডিকেল টিম নেই, প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জাম

পরের সংবাদ

জেলেনস্কির আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মার্কিন স্পিকার

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : কিয়েভ সফরের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি। তিনি বলেছেন, আপাতত তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। গত বুধবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে রিপাবলিকান নেতা ম্যাকার্থিকে নিজ চোখে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কিয়েভ সফরের আহ্বান জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেছিলেন, ‘আমরা কীভাবে কাজ করছি তা পর্যবেক্ষণ করতে ম্যাকার্থিকে ইউক্রেন সফরে আসতে হবে।’
জেলেনস্কির এই অমন্ত্রণ সম্পর্কে ম্যাকার্থি বলেন, ‘প্রয়োজনীয় তথ্য সম্পর্কে প্রতিনিয়ত জানতে পারছি। এগুলো দেখতে আমার ইউক্রেন বা কিয়েভে যাওয়ার প্রয়োজন নেই।’
তবে ইউক্রেনকে সহায়তা পাঠানোর বিরোধিতা করেননি তিনি। অবশ্য অতীতে অনুসন্ধান ছাড়া ইউক্রেনকে ‘ব্ল্যাঙ্ক চেক’ বা অগণিত অর্থ সহায়তা না দিতে মার্কিন কংগ্রেসকে একাধিকবার আহ্বান জানিয়েছিলেন ম্যাকার্থি।
প্রতিনিধি পরিষদের একাধিক রিপাবলিকান সদস্যও ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সহায়তা দেয়ার বিষয়ে কংগ্রেসে সরাসরি বিরোধিতা করেছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় ৩২০ কোটি মার্কিন ডলার সামরিক ও আর্থিক সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়