কাতার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : প্রবাসে অপরাধে জড়ালে দায় নেবে না সরকার, দালালের মাধ্যমে কেউ বিদেশমুখী হবেন না

আগের সংবাদ

বিপর্যয় সামালের সক্ষমতা কম : ইঞ্জিনিয়ার ও প্যারামেডিকেল টিম নেই, প্রয়োজন উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জাম

পরের সংবাদ

ইসলামী ব্যাংক ও বিআরইবি সেবাচুক্তি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ১০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের বিদ্যুৎ বিল অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৬ মার্চ বিআরইবির বোর্ড রুমে সদস্য (অর্থ) দীপঙ্কর বিশ্বাসের (যুগ্ম সচিব) উপস্থিতিতে ইসলামী ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ও বিআরইবির অর্থ ও হিসাব নিয়ন্ত্রক মো. হোসেন পাটোয়ারী সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ও মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোর্শেদ এবং বিআরইবির আর্থিক মনিটরিং পরিদপ্তরের পরিচালক মো. মাসুদ পারভেজ ও বাপবিবোর্ড সচিব মো. আব্দুল হাইসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এপিআই ব্যবহার করে সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক বিদ্যুৎ বিল অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে ব্যাংকের শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, কার্ড, পেমেন্ট গেটওয়ে, এমক্যাশ, ওয়ালেটস ও সেলফিনসহ সব ডিজিটাল মাধ্যমে বিল প্রদান করতে পারবেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়