এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

শ্রীপুরে নিজের ছেলেকে অপহরণ!

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : জুয়া খেলায় ঋণগ্রস্ত হয়ে নিজ ছেলে আফনান আল জামানকে (৭) অপহরণ করেছে বাবা ও তার সহযোগীরা। এ ঘটনায় শিশুর বাবা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। আসামিরা হলেন- শিশুর বাবা কামরুজ্জামান (২৮), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন স¤্রাট (৩৮) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালির বাজার (মহুরিপাড়া) গ্রামের রিপন মিয়া (২৮)। এদের মধ্যে বাবা কামরুজ্জামান ও স¤্রাটকে শ্রীপুর উপজেলার মাওনা মুলাইদ (এমসি) বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি রিপন পলাতক রয়েছে।
গত মঙ্গলবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিরবাজার (মহুরিপাড়া) গ্রামের পলাতক আসামি রিপন মিয়ার বাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার এসআই সাদিকুর রহমান জানান, গত সোমবার দুপুরে নিজ বাসার সামনে থেকে শিশু আফনান আল জামানকে নিয়ে যায় তার বাবা কামরুজ্জামান। তিনি একজন জুয়াড়ি ও মাদকসেবী। স¤প্রতি জুয়া খেলে ১ লাখ ৯৬ হাজার টাকা ঋণ হন। ঋণের টাকা পরিশোধের জন্য রিপনের পরামর্শে ছেলেকে অপহরণ করেন। পরে তারা শিশুর মায়ের মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় শিশুর মা সামিরা জাহান পপি শ্রীপুর থানায় মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের গ্রেপ্তার করে পুলিশ। মূলত শিশুর দাদা স¤প্রতি প্রবাস থেকে দেশে এসেছেন। অপহরণকারীদের ধারণা ছিল তার নাতিকে অপহরণ করলে মুক্তিপণ হিসেবে অনেক টাকা দিবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়