এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

শর্তসাপেক্ষে শাস্তি কমল রোমান সানার

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার সময় শৃঙ্খলা ভাঙার দায়ে দেশসেরা আর্চার রোমান সানাকে গত বছরের ১৫ নভেম্বর ক্যাম্প ছাড়ার নির্দেশ দেয় বাংলাদেশ আর্চারি ফেডারেশন। সঙ্গে শাস্তিস্বরূপ তাকে দুই বছরের নিষেধাজ্ঞাও দেয়া হয়। নিজের ভুল স্বীকার করে ফেডারেশনের কাছে শাস্তি মওকুফের আবেদন করেন রোমান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় গতকাল এই আর্চারকে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। শর্তসাপেক্ষে তাকে দেয়া শাস্তি শিথিলের সিদ্ধান্তও নেয়া হয় ফেডারেশনের এই জরুরি সভায়। দেশসেরা এ আর্চারকে অনাবাসিকভাবে জাতীয় দলের সঙ্গে প্রশিক্ষণের অনুমতিও দেয়া হয়েছে।
চলতি মাসের ১৪ থেকে ১৯ তারিখ পর্যন্ত চীনা তাইপেতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ ওয়ান। এই টুর্র্নামেন্টের বাছাইপর্বেও অংশগ্রহণ করতে পারবেন রোমান সানা। অনাবাসিক অবস্থায় প্রশিক্ষণ ক্যাম্পের সব সুযোগসুবিধা পাবেন তিনি। তার পারফরম্যান্স এবং গত সভায় দেয়া শর্ত মেনে চলার ভিত্তিতে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের সভায় তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

অলিম্পিয়ান আর্চারের ভবিষ্যৎ সম্ভাবনার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। তিনি বলেন, ‘রোমান সানার অতীত পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করে সভায় তার শাস্তি শর্তসাপেক্ষে শিথিলের সিদ্ধান্ত নেয়া হয়। ৯ মার্চ থেকে সে অনাবাসিক অনুশীলন এবং ট্রায়ালে অংশ নেয়ার সুযোগ পাবে।’
ট্রায়ালে ভালো পারফরম্যান্স করলে জাতীয় দলে প্রবেশাধিকার ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে চপল যোগ করেন, ‘সে পর্যবেক্ষণে থাকবে। তার পারফরম্যান্স ও সামগ্রিক বিষয় নিয়ে আবার সভা হবে। তখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায় খুব দ্রুতই রোমানকে চিঠি পাঠিয়ে শর্ত জানিয়ে দেয়া হবে। একটি শর্ত হলো মিডিয়ার সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা। তার সঙ্গে কথা বলে আরো জানা যায়, প্রয়োজনে শহীদ আহসানউল্লাহ মাস্টার আর্চারি স্টেডিয়ামের আশপাশে রোমানকে বাসাভাড়া করে দেবে ফেডারেশন।
আর্চারিতে রোমান সানাকে বাংলাদেশের পোস্টার বয় বলা হয়। তিনি ২০২০ সালের টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। প্রস্তুতি নিচ্ছিলেন প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য। এমন মুহূর্তে ফেডারেশনের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আর্চারি ক্যাম্প চলাকালে রোমান সানার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পায় ফেডারেশন। এর আগেও তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল। তাই গত ৪ নভেম্বর বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় তাকে সাময়িকভাবে আর্চারি থেকে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল তখন গণমাধ্যমকে জানান, ‘শৃঙ্খলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি রোমান সানার বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী দুই বছর ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিরত থাকবে সে। তবে নিষেধাজ্ঞার এ সময়ে চাইলে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যেতে পারবে সে।’
অন্যদিকে ভুল স্বীকার করে ফেডারেশনকে চিঠি পাঠানোর পরও নিষেধাজ্ঞায় পড়ে মর্মাহত রোমান সানা গণমাধ্যমকে বলেছিলেন, ?‘সামনে অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে হবে আমাকে। এই ঘটনাটা আমার মনোযোগ নষ্ট করে দিয়েছে। পুরো ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আবারো মাঠে ফিরতে চাই আমি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়