এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

মোস্তাফিজ শততম উইকেটের অপেক্ষায়

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বেশ কিছুদিন যাবত ছন্দহীনতায় ভুগলেও তিনি ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভালোভাবেই। অভিষেকের ম্যাচ থেকেই উইকেট তোলার মেশিন হিসেবে পরিচিত ছিলেন তিনি। এবার টি-টোয়েন্টি সংস্করণে কাটার মাস্টারের জন্য অপেক্ষা করছে শততম উইকেটের মাইলফলক। আজ বিকাল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লড়তে নামবেন। তিন ম্যাচের এই সিরিজ মোস্তাফিজের মাইলফলক স্পর্শ করার সুবর্ণ সুযোগ। আর মাত্র ৩টি উইকেট তুলতে পারলেই এ বাংলাদেশি পেসার মাইলফলক স্পর্শ করতে পারবেন।
বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসানের পর দ্বিতীয় বোলার হিসেবে বিশ ওভারের ম্যাচে শত উইকেট নেয়ার দ্বারপ্রান্তে আছেন পেসার মোস্তাফিজ।
এ পর্যন্ত এই সংস্করণে তিনি ৭৮ ম্যাচে বল হাতে ৯৭টি উইকেট তোলেন। বাংলাদেশ দলের এই পেসার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত বছরের নভেম্বরে। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ৫ ম্যাচ খেলে ৩টি উইকেট তুলেছিলেন। এর আগে শত উইকেটের মাইলফলক ছোঁয়া সাকিব বর্তমানে ১০৯ ম্যাচে ১২৮ উইকেটের মালিক। সাকিব-মোস্তাফিজের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ৩৪ ম্যাচে বল হাতে তুলেছেন ৪৪ উইকেট।

হোম অব ক্রিকেট মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের ২৪ এপ্রিল বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। অভিষেকের ম্যাচটিতে তিনি ২ উইকেট নিয়েছিলেন। টি-টোয়েন্টিতে অভিষেকের পর তিনি ওয়ানডের মতোই নামের পাশে উইকেটের সংখ্যা দ্রুত বাড়াতে থাকেন। এর ধারাবাহিকতায় এই পেসার বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম পঞ্চাশ উইকেট সংগ্রহ করার রেকর্ড গড়েছিলেন। বাংলাদেশের একটি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উপুল থারাঙ্গাকে এক দুর্দান্ত কাটার দিয়ে তার অফ স্ট্যাম্প উড়িয়ে ফিফটি পূরণ করেছিলেন কাটার মাস্টার। ফিফটি পূরণ করতে তার লেগেছে মাত্র ২৭টি ম্যাচ। তার আগে বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড করেছিলেন আব্দুর রাজ্জাক। তিনি ৫০ উইকেট সংগ্রহের রেকর্ড স্পর্শ করতে খেলেছিলেন ৩২ ম্যাচ। পেসারদের মধ্যে দ্রুততম ছিলেন আরেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। তিনি ৩৯ ম্যাচে ছুঁয়েছিলেন নিজের ৫০তম উইকেট। চতুর্থ স্থানে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের ৪১তম ম্যাচে তিনি এই কীর্তি গড়েন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়