এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

মেক্সিকোয় অপহৃত ২ মার্কিনির মৃত্যু

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মেক্সিকোয় গত সপ্তাহে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের চার নাগরিকের মধ্যে দুইজনকে ?মৃত ?অবস্থায় পাওয়া গেছে। বাকি দুইজন জীবিত এবং নিরাপদে আছেন বলে জানিয়েছেন মেক্সিকোর একটি রাজ্যের গভর্নর। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অবশ্য এখনো সে দেশের নাগরিকদের মৃত্যুর খবর নিশ্চিত করেনি।
বিবিসি জানায়, টেক্সাস সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলের রাজ্য তামাউলিপাসের মাতামোরাস নগরী থেকে গত ৩ মার্চ অস্ত্রধারীরা যুক্তরাষ্ট্রের ওই চার নাগরিককে অপহরণ করে। কসমেটিক সার্জারি করাতে তারা মেক্সিকো গিয়েছিলেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

মঙ্গলবার মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তামাউলিপাসের গভর্নর আমেরিকো ভিলারিয়াল দুই মার্কিনির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এ বিষয়ে মেক্সিকোর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তারা দুইজনই পুরুষ। আরেক পুরুষ এবং একজন নারী নিরাপদে আছেন। তাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর অনাকাক্সিক্ষত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘এমন একটি ঘটনা আমাদের দেশে ঘটায় আমরা অত্যন্ত দুঃখিত। আমরা নিহতদের পরিবার, বন্ধুবান্ধব এবং যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা আমাদের কাজ চালিয়ে যাব।’
সিবিএস নিউজ ওই চারজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন, লাটাভিয়া ম্যাকগি, সাঈদ উডার্ড, এরিক জেমস উইলিয়ামস এবং জিন্ডেল ব্রাউন।
এ সপ্তাহে এফবিআই জানিয়েছিল, ওই চারজন একটি মিনিভ্যান চালিয়ে টেক্সাসের শহর ব্রাউন্সভিলের ঠিক ওপাড়ে মেক্সিকোর মাতামোরেস নগরীতে গিয়েছিলেন। যেখানে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের অপহরণ করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভারী অস্ত্রধারী একদল লোক তাদের একটি পিকআপ ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে। গত শুক্রবার তাদের অপহরণ করার সময় অস্ত্রধারীরা গুলি ছুড়ে পথচারী এক নারীকে হত্যা করে।
অপহরণের শিকার হওয়া নারী ম্যাকগি বলেছিলেন, পেটের চর্বি কমানোর অস্ত্রপচার করতে তিনি মেক্সিকোর সীমান্তবর্তী নগরী মাতামোরসে যাচ্ছেন। নিরাপত্তা উদ্বেগে তার মা তাকে যেতে নিষেধ করেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়