এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

মধ্যনগর : বাঁধ নির্মাণ কাজে গাফিলতি করায় আটক সভাপতি

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওড় উপপ্রকল্পের ৪২ নম্বর পিআইসির ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে গাফিলতি করায় ওই পিআইসি সভাপতি রুপন বিশ্বাসকে (৪১) আটক করা হয়েছে। রুপন উপজেলার চামরদানী ইউনিয়নের দরাপপুর গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার দুপুরে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি ও ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে হাওড়ে যান উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।
গুরমার হাওড় উপপ্রকল্পের ৪২ নম্বর পিআইসির কাজের অগ্রগতি না হওয়া ও ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন না করেই শ্রমিকদের কাজ থেকে বিদায় করে দেয়ায় তাকে আটক করেন ইউএনও।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ওই পিআইসির সভাপতি রুপন বিশ্বাসকে আটকের পর সে তার দোষ স্বীকার করেছে। অচিরেই সে পিআইসির কাজ শেষ করবে এই মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়