এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

দেবিদ্বার উপজেলা চেয়ারম্যন : ৭ মার্চের ভাষণই ছিল মুক্তিযুদ্ধের মূলমন্ত্র

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ বলে মন্তব্য করেছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি নিছক একটা বক্তব্য ছিল না, এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু গেরিলাযুদ্ধের দিক-নির্দেশনা ও বাংলাদেশের রূপরেখা তুলে ধরেছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার থানাগেট মসজিদ মার্কেট মাঠে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনির সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আসিব বিন লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। এছাড়াও আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়