এবার ডিএনসিসির গাড়িচাপায় বাইক চালকের মৃত্যু : মেশিনে পেঁচিয়ে নিহত ১

আগের সংবাদ

আতঙ্কের বসতি পুরান ঢাকা : কেমিক্যাল গোডাউন না সরায় ক্ষোভ, নিমতলীর ১৭ দফা বাস্তবায়ন জরুরি

পরের সংবাদ

জাতিসংঘ মহাসচিব : নারী-পুরুষ সমতা এখনো ৩শ বছর দূরে

প্রকাশিত: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : নারী ও পুরুষের মধ্যে সমতা আনতে আরো অন্তত ৩০০ বছর সময় প্রয়োজন। নারী-পুরুষ সমতা আনতে এত দিন যে অগ্রগতি হচ্ছিল, চোখের সামনেই তা নাই হয়ে গেছে। আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন গত মঙ্গলবার ইউএন উইমেনের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউএন উইমেনের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আন্তোনিও গুতেরেস বলেন, ‘ইউএন উইমেন আনুমানিক যে হিসাব করেছে, সে হিসাব অনুযায়ী, নারী-পুরুষের সমতা এখনো ৩০০ বছর দূরে।’
শিশুর জন্মের সময় মায়েদের মৃত্যু, বাল্যবিবাহ, স্কুলে যাওয়ায় মেয়েশিশুদের অপহরণ ও নির্যাতনের মতো ঘটনার হার বিশ্বজুড়ে এখনো অনেক বেশি উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এসব ঘটনা এটাই প্রমাণ করে, নারী-পুরুষের সমতা অর্জনের যে আশা আমরা করছি, তা প্রতিদিন দূর থেকে আরো দূরে সরে যাচ্ছে।’
গুতেরেস বলেন, ‘বিশ্বজুড়ে নারীদের অধিকার থেকে বঞ্চিত, লাঞ্ছিত ও হুমকির মুখে ফেলে দেয়া হয়েছে।’ নারীর ওপর এসব নিপীড়নের কথা বলতে গিয়ে আফগানিস্তানসহ কিছু দেশের নাম উল্লেখ করে তিনি বলেন, এসব দেশে নারী ও মেয়েশিশুদের জনবিচ্ছিন্ন করে তাদের ঘরবন্দি করে ফেলার অপচেষ্টা চলছে।

সংকট ও সংঘাতে নারী-শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন গুতেরেস। এ ক্ষেত্রে ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ দেন জাতিসংঘের প্রধান।
গুতেরেস বলেন, ‘শত শত বছর ধরে বিদ্যমান পিতৃতন্ত্র, বৈষম্য ও নারীদের নিয়ে একধরনের নেতিবাচক মানসিকতা বিজ্ঞান ও প্রযুক্তির মতো খাতগুলোয় নারী ও পুরুষের মধ্যে বড় একটা বৈষম্য তৈরি করে রেখেছে। নারী ও মেয়ে শিশুর অধিকার নিয়ে বর্তমান যে বৈশ্বিক কাঠামো আছে, তা অচল। এর পরিবর্তন প্রয়োজন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়