সীতাকুণ্ডে বিস্ফোরণ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্বেগ

আগের সংবাদ

কেন এত ভবন বিস্ফোরণ? : সেবা সংস্থাগুলোর সমন্বয়ের অভাব, সামর্থ্যরে ঘাটতি আছে রাজউকের

পরের সংবাদ

পদ্মা সেতু রেল প্রকল্প : মেশিনের ফিতায় পেঁচিয়ে শ্রমিক নিহত

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগরে মিক্সার মেশিনের ফিতায় পেঁচিয়ে পদ্মা সেতু রেল প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে নির্মানাধীন পদ্মাসেতু রেল লাইনের বেজগাও স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শ্রীনগর উপজেলার বেঁজগাও এলাকায় নির্মানাধীন রেল স্টেশনের ঢালাই কাজের সময় শ্রমিক মো. মফিজুল (৪০) মিক্সার মেশিনের ফিতায় পেচিয়ে যান। অন্য শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মফিজুলের বাড়ি রংপুর। তিনি ছনবাড়ি এলাকার আলমদিনা মসজিদের সামনে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। মফিজুল ২ ছেলে সন্তানের পুত্র।
এই বিষয়ে কাজের দায়িত্ব প্রাপ্ত প্রোকৌশলী মোঃ রাজনের সঙ্গে কথা বলার জন্য তাকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।
শ্রীনগর থানার এসআই জোবায়ের জানান, ঘটনাস্থলে আসার আগেই মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়ায় বিস্তারিত জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়